হোম /খবর /বিনোদন /
নতুন ডান্স টিচার খুঁজছেন শাহরুখ খান! 'পাঠানের' পছন্দের তালিকায় কোহলি ও জাদেজা

নতুন ডান্স টিচার খুঁজছেন শাহরুখ খান! 'পাঠানের' পছন্দের তালিকায় কোহলি ও জাদেজা

কোহলি-জাড্ডুর কাছে নাচ শিখতে চান পাঠান

কোহলি-জাড্ডুর কাছে নাচ শিখতে চান পাঠান

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর বিরাট কোহলিকে শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গানে নাচতে দেখা গিয়েছিল। এবার সেই ভিডিও ট্যুইট করে বড় মন্তব্য করলেন শাহরুখ খান।

  • Share this:

মুম্বই: নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হেলায় হারানোর পর সেলিব্রেশনে মেতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেখানে মাঠেই শাহরুখ খানের পাঠান সিনেমার গানে নাচতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে। পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান মেরি জান’- গানের তালে নাচতে দেখা গিয়েছিল বিরাট ও জাড্ডুকে। সেই নাচের ভিডিও নজরে এসেছে শাহরুখের। যা দেখে বিরাট মন্তব্য করেছেন কিং খান।

ভিডিওতে দেখা যায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর মাঠের সাইড লাইনে দলের সঙ্গে সেলিব্রেশন করছন বিরাট কোহলি। হঠাৎই তাঁকে পাঠানের বিখ্যাত গান ‘ঝুমে জো পাঠান মেরি জান’-এ নাচের গানের তালে তাঁকে নাচতে দেখা যায়। গানটির সিগনেচার স্টেপ দুবার করেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির একাই নয়, প্রাক্তন ভারত অধিনায়ককে নাচতে দেখে তার তালে তাল মেলাতে দেখা যায় নাগপুর টেস্চের ম্যাচ অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজাকে।

সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এবার সেই ভিডিও ট্যুইট করে শাহরুখ খান বিরাট কোহলি ও জাদেজার নাচের প্রশংসা করেছেন। একইসঙ্গে দুই তারকা ক্রিকেটারের কাছ থেকে একপ্রকার নাচ শেখার আবেদনও জানিয়েছেন এসআরকে। তবে পুরোটাই মজার ছলে। ট্যুইটে শাহরুখ খান লিখেছেন,"তারা দুজনেই আমার থেকে অনেক ভালো করেছে। বিরাট ও জাদেজার কাছ থেকে আমাকে শিখতে হবে।"

বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার নাচের ভিডিও ট্যুইট করে শাহরুখ খানের মন্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কোহলি ও জাদেজার নাচের যে প্রশংসা করেছে এসআরকে তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এবার দেখার বিরাট ও জাদেজার পক্ষ থেকে এর পাল্টা কোনও প্রতিক্রিয়া আসে কিনা।

আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

প্রসঙ্গত, খেলা চলাকালীন মাঠের ভিতর বা খেলা শেষে সতীর্থদের সঙ্গে বিরাট কোহলির নাচ নতুন নয়। এর আগেও একাধিকবার বিরাট কোহলির নাচ ভাইরাল হয়েছে। জাদেজারও ব্যাট তোলায়ারের মত ঘোরানো থেকে ডান্সিং মুভেরও যথেষ্ট খ্যাতি রয়েছে। এবার তাদের নাচে মজলেন খোদ বলিউজ বাদশা।

Published by:Sudip Paul
First published:

Tags: India vs Australia, Pathaan, Ravindra Jadeja, Shah Rukh Khan, Virat Kohli