India vs Australia: বিশ্বকাপ হারের ক্ষতে প্রলেপ! অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত

Last Updated:

India vs Australia 5th T20: বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু: বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়ল। ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস পঞ্চম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারাল ভারত। স্লগ ওভারে দুরন্ত বোলিং করলেন মুকেশ কুমার। আর শেষ ওভারে ১০ রান ডিফেন্ড করে দলকে দুরন্ত জয় এনে দিলেন অর্শদীপ সিং। ১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৪ রানে থামল ব্যাগি গ্রিনদের ইনিংস।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ম্যাথিউ ওয়েড। এদিন ভারতীয় টপ অর্ডারে শ্রেয়স আইয়ার ছাড়া আর কেউ রান পাননি। নিরাশ করেন ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিংরা। তবে শ্রেয়স আইয়ারের লড়াকু ৫৩ রানের ইনিংস খেলেন। ৩১ রান করেন অক্ষর প্যাটেল ও ২৪ রান করেন জিতেশ শর্মা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৬০ রানে করে ভারত।
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বেন ম্যাকডেরমট ৫৪ রানের ইনিংস খেলে। এছাডডা ট্রেভিস হেড করেন ২৮ রান। শেষের দিকে ম্যাথিউ ওয়েড ২২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
advertisement
advertisement
এদিন ভারতের হয়ে দুরন্ত বোলি করেন বাংলার মুকেশ কুমার। ৩টি উইকেট নেন তিনি। হ্যাটট্রিক করার সুযোগ ছিল বাংলার পেসারের সামনে। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিং। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। মাত্র ৩ রান দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: বিশ্বকাপ হারের ক্ষতে প্রলেপ! অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement