খেলা চলাকালীন হঠাৎই কোহলির ব্যাট পরীক্ষা করে দেখলেন স্মিথ-লাবুশানে, কারণটা কী

Last Updated:

আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা পাহাড় প্রমাণ রানের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় দল। ম্যাচের তৃতীয় দিনে শুবমান গিলের শতরান ও বিরাট কোহলির অর্ধশতরান ম্যাচে টিকিয়ে রেখেছে ভারতের।

আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা পাহাড় প্রমাণ ৪৮০ রানের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় দল। ম্যাচের তৃতীয় দিনে শুবমান গিলের শতরান ও বিরাট কোহলির অর্ধশতরান ম্যাচে টিকিয়ে রেখেছে ভারতের। চতুর্থ দিনেও টিম ইন্ডিয়াকে চোয়াল চাপা লড়াই চালিয়ে যেতে হবে। এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি রানে ফেরার পরই তার ন্যাট ম্যাচের মাঝে খতিয়ে দেখছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে।
আধুনিক ক্রিকেটে ফ্যাব ফোরের মধ্যে যে একটা অঘোষিত লড়াই চলে সেটা সকলেরই জানা। বিশেষ করে একটা সময় বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে বর্তমানে দুজনের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক। কিন্তু যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে কোহলির সঙ্গে কথা বলছেন স্মিথ ও লাবুশানে। বিরাট কোহলির ব্যাট তারা হাতে তুলে নিয়ে ভালো করে পরখ করে দেখেন। গভীর আগ্রহের সঙ্গে কোহলির ব্যাট টোকা দিয়ে দেখলেন স্মিথ। আগ্রহী দেখায় লাবুশলানেকেও। পুরো বিষয়টি হাসি মুখে নেয় বিরাট কোহলিও।
advertisement
advertisement
প্রসঙ্গত, একটা সময় ছিল যখন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই ছিল একপ্রকার 'যুদ্ধ'। ক্রিকেটের বাইরেও নানা ধরনের লড়াই চোখে পড়ত। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। ব্যাটে-বলে লড়াই থাকলেও ক্রিকেটারদের মধ্যে সেই আগ্রাসন আর দেখা যায় না। সেটা ক্রিকেট প্রেমিরা মিস করলেও, বর্তমানে যে সৌজন্যের পরিবেশ তৈরি হয়েছে তা ক্রিকেটের জন্য ভালো। এর জন্যই তো ক্রিকেটকে জেন্টালম্যানস গেম বলা হয়ে থাকে। কোহলি ও স্মিথের সম্পর্ক দেখে কমেন্ট্রি বক্সে থাকা দীনেশ কার্তিকও প্রশংসা করেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলা চলাকালীন হঠাৎই কোহলির ব্যাট পরীক্ষা করে দেখলেন স্মিথ-লাবুশানে, কারণটা কী
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement