• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ১৪০ রানেই গুটিয়ে গেল ভারত, পারথে জিতে সিরিজ ১-১ করল অস্ট্রেলিয়া

১৪০ রানেই গুটিয়ে গেল ভারত, পারথে জিতে সিরিজ ১-১ করল অস্ট্রেলিয়া

Photo Courtesy: BCCI/Twitter

Photo Courtesy: BCCI/Twitter

 • Share this:

  অস্ট্রেলিয়া: ৩২৬ ও ২৪৩, ভারত: ২৮৩ ও ১৪০ ( টার্গেট-২৮৭) অস্ট্রেলিয়া জয়ী ১৪৬ রানে

  #পারথ:  অ্যাডিলেডে জয়ের আনন্দ খুব বেশিদিন স্থায়ী হল না ৷ বিদেশের মাটিতে ব্যাটসম্যানদের ভরাডুবির সেই পুরনো ছবিটাই ফিরে এল পারথে সিরিজের দ্বিতীয় টেস্টে ৷ ২৮৭ রান তাড়া করতে নেমে গতকাল, সোমবার ১১২ রানে বিরাট-রাহানে-সহ ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া ৷ এদিন সকালে মাত্র ২৮ রানই যোগ করতে পারলেন বাকীরা ৷ ১৪০ রানেই গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস ৷ ১৪৬ রানে জিতে সিরিজ ১-১ করল অস্ট্রেলিয়া ৷

  Duq0xa4U0AEnCN0

  পারথে ক্যাঙারু বাহিনীর জয়ের অন্যতম মূল কারিগর অবশ্যই অফ স্পিনার ন্যাথন লিয়ঁ ৷ দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৩ উইকেটের পাশাপাশি সবমিলিয়ে ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ৷ এদিন হনুমা বিহারী (২৮) এবং ঋষভ পন্থ (৩০)-রা ফিরতেই ভারতের যাবতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে যায় ৷ বাকী ভারতীয় ব্যাটিংয়ের লেজকে ছেঁটে ফেলতে খুব বেশি সময় নেননি কামিন্স-স্টার্করা ৷ লিয়ঁর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়েছেন মিচেল স্টার্কও ৷ দুটি করে উইকেট হ্যাজলউড ও কামিন্সের ঝুলিতে ৷  সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে ৷

  First published: