IND vs AUS 1st Test: ভারতীয় টেস্ট ক্রিকেটে 'সূর্যোদয়', সুযোগ পেলেন 'ভারত'-ও
- Published by:Sudip Paul
Last Updated:
India vs Australia 1st Test: নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে টস হারলেন রোহিত শর্মা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত অজি অধিনায়ক প্যাট কামিন্সের। ভারতীয় দলে অভিষেক সূর্য ও ভরতের।
নাগপুর: ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কী হবে তা নিয়ে জল্পনা চলছিল। সিরিজের দল ঘোষণার সময় সূর্যকুমার যাদবকে রেখে চমক দিয়েছিল বিসিসআই। বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল এবার কী তাহলে টি-২০, ওডিআইয়ের পর লাল বলের ক্রিকেটেও অভিষেক হতে চলেছে 'স্কাইয়ের'। আর নাগপুর টেস্টেই প্রথম একাদশে জায়গা করে নিলেন সূর্যকুমার যাদব। টি-২০ ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্য। একদিনের ক্রিকেটেও নিজেকে সীমিত সুযোগে প্রমাণ করেছেন। এবার টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দেওয়া অপেক্ষায় ভারতীয় ক্রিকেটে মিস্টার ৩৬০ ডিগ্রি।
SKY makes his TEST DEBUT as he receives the Test cap from former Head Coach @RaviShastriOfc 👏 👏
Good luck @surya_14kumar 👍 👍#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/JVRyK0Vh4u — BCCI (@BCCI) February 9, 2023
advertisement
শুধু সূর্যকুমার যাদব নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয়েছে তরুণ উইকেট কিপার কেএস ভরতের। ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই বর্ডার গাভাসকর ট্রফিতে কেএস ভরতরে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছিল। তারমধ্যে কেএল রাহুল কিপিং করবেন না টেস্ট ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিতেই ভরতের সুযোগ পাওয়া ছিল সময়ের অপেক্ষা। ঘরোয়া ক্রিকেচে দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করেছেন কেএস ভরত। অবশেষে ভারতীয় দলের হয়ে খেলার স্বপ্নপূরণ হল ভরতের।
advertisement
Debut in international cricket for @KonaBharat 👍 👍
A special moment for him as he receives his Test cap from @cheteshwar1 👌 👌#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/dRxQy8IRvZ — BCCI (@BCCI) February 9, 2023
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়।
advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজ, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ন্যাথন লিয়ঁ, টড মার্ফি ও স্কট বোল্যান্ড।
advertisement
প্রসঙ্গত, টস হারলেও নাগপুরে ভালো শুরু কর ভারতীয় ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩ ওভারের মধ্যেই সাজঘরে ফেরত যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ১ রান মহম্মদ সিরাজের বলে এলবিডব্লুউ হন খোয়াজা। ডেভিড ওয়ার্নার ১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন। লড়াই করছেন মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 10:59 AM IST