India vs Australia: নাগপুরে টস হারল ভারত, শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Last Updated:

India vs Australia: নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে টস হারলেন রোহিত শর্মা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

ভারত বনাম অস্ট্রেলিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া
নাগপুরঃ শুরু হল ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। এই মেগা সিরিজের জন্য শুধু ভারত বা অস্ট্রেলিয়া নয়, বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিরা অপেক্ষা ছিলেন। নাগপুরে হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু শুরুতেই কিছুটা ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। কারণ নাগপুরের উইকেটে যেখানে স্পিন ধরবে বলে জানা যাচ্ছে সেখানে টস হেরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতীয় উইকেটে চতুর্ছ ইনিংসে ব্যাটিং করা যে কঠিন সেটা সকলরেই জানা। তাই টস যে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজে তা আগে থেকেই বলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ভাগ্যের উপর কারও হাত নেই। টস হারলেও রোহিত শর্মাকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে টেস্ট ডেবিউ হল সূর্যকুমার যাদব ও উইকেটকিপার কেএস ভরতের। তিন স্পিনার নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেবের পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা।
advertisement
এক ঝলকে দেখে নিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়।
advertisement
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজ, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ন্যাথন লিয়ঁ, টড মার্ফি ও স্কট বোল্যান্ড।
advertisement
টস হারলেও নাগপুরে ভালো শুরু কর ভারতীয় ক্রিকেট দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৩ ওভারের মধ্যেই সাজঘরে ফেরত যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ১ রান মহম্মদ সিরাজের বলে এলবিডব্লুউ হন খোয়াজা। ডেভিড ওয়ার্নার ১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড হন।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: নাগপুরে টস হারল ভারত, শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement