Cricket: India vs England Test Match: আগামী বছর গ্রীষ্মে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলবে ভারত
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
ক্রিকেটপ্রেমীদের (Cricket) জন্য সুখবর। আগামী বছর গ্রীষ্মে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (India vs England Test Match)।
নয়াদিল্লি : ক্রিকেটপ্রেমীদের (Cricket) জন্য সুখবর। আগামী বছর গ্রীষ্মে ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (India vs England Test Match)। সূত্রের খবর, আগামী বছর জুন মাসে ভারত-ইংল্যান্ড যে সাদা বলে সিরিজ হবার কথা, সেই সময় একটি টেস্ট ম্যাচ খেলবে এই দুটি দল। উল্লেখ্য, ঘোষিত সূচি অনুযায়ী ইংল্যান্ডে গিয়ে ভারত তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে গ্রীষ্মকালে।
সেই সময় একটি টেস্ট ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই টেস্ট ম্যাচটি চলতি মাসে ওল্ড ট্র্যাফোর্ডের বাতিল হয়ে যাওয়া টেস্ট নাকি নতুন একটি টেস্টের সিরিজ তা এখনও নিশ্চিত নয়। সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি ইসিবির পক্ষ থেকে। সূত্রের খবর, দিন কয়েকের মধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মনে করা হচ্ছে তার পরই সরকারিভাবে টেস্ট ম্যাচের কথা ঘোষণা করা হবে। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন সৌরভ। মেয়ে সানাকে কলেজে ভর্তি করানোর জন্য সংযুক্ত আরব আমিরশাহী থেকে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন মহারাজ।
advertisement
আরও পড়ুন : পিসিবি- কে ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরামর্শ নজরের
ব্যক্তিগত কাজের ফাঁকেই ইংল্যান্ড বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা সৌরভের। চলতি মাসের শুরুতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন করোনার জেরে শেষ ম্যাচ বাতিল হয়ে যায়। ২-১ ব্যবধানে ভারত এগিয়ে থাকা অবস্থায় টেস্ট সিরিজ অসমাপ্ত শেষ করে দিতে হয়। পাঁচ ম্যাচের সিরিজের কোনও ফয়সালা হয়নি। ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ বাতিল হওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন : টি টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ দায়িত্বে জয়বর্ধনে
চতুর্থ টেস্ট চলাকালীন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী করোনা আক্রান্ত হন আর পঞ্চম টেস্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন ভারতীয় দলের সহকারী ফিজিও। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে টিম ইন্ডিয়া শিবিরে। ম্যাচ খেলতে না চেয়ে বোর্ডকে চিঠি দেন ভারতীয় ক্রিকেটাররা। তারপর বাতিল হয়ে যায় শেষ ম্যাচ। ইসিবি এই ইস্যুতে ক্ষুব্ধ হয় ভারতীয় ক্রিকেট দলের ওপর। বিতর্ক, পাল্টা দোষারোপের পালাও শুরু হয়ে যায়। তারপর দুই বোর্ডের মধ্যে আলোচনায় অসমাপ্ত অবস্থায় শেষ হয় সিরিজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2021 11:48 PM IST