PCB England series : পিসিবি- কে ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরামর্শ নজরের

Last Updated:

PCB must ensure bank guarantee before booking England tour says Mudassar Nazar. মুদাসসর ব্যাংক গ্যারান্টির পরামর্শ দিচ্ছেন। সম্ভবত তাঁর ভাবনাটা এই যে ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে পিসিবির ক্ষতি তো কমবেই, পাশাপাশি নিজেদের যে পরিমাণ অর্থ গচ্চা যাবে—সেটি বিবেচনায় নিয়ে পাকিস্তান সফর বাতিল করার আগে আরও তিন-চারবার ভাববে ইংল্যান্ড

তবে আইসিসির সভায় এই নিয়ে প্রতিবাদ জানাবে পাকিস্তান আগেই জানিয়ে রেখেছিলেন তিনি। স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান আসরে নেমেও অবস্থা সামাল দিতে পারেননি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পড়েছে মহাঝামেলায়! তাদের দাবি, পাকিস্তান ক্রিকেট আয়োজনের জন্য নিরাপদ। কিন্তু আফগানিস্তানে পরিবর্তিত পরিস্থিতির পর আফগানদের প্রতিবেশী বলে পাকিস্তানে সন্ত্রাসী হামলার শঙ্কা আরও বেড়েছে।
advertisement
advertisement
এর মধ্যে নিউজিল্যান্ড পাকিস্তান সফরে গিয়েও সন্ত্রাসী হামলার ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ খবরের ভিত্তিতে কোনো ম্যাচ না খেলে পাকিস্তান ছেড়ে গেছে। ইংল্যান্ডও এরপর নিরাপত্তা শঙ্কা ও খেলোয়াড়দের ক্লান্তিকে কারণ দেখিয়ে বাতিল করেছেন আগামী মাসের পাকিস্তান সফর। গত কিছুদিনে নিউজিল্যান্ডের সমালোচনা করে আসা পাকিস্তানের প্রাক্তনরা তাই এখন ইংল্যান্ডের ওপর খেপেছেন।
পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার মুদাসসর নজর তো পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শই দিয়ে রাখলেন, ভবিষ্যতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজের আগে পিসিবি যাতে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে নেয়! ইসিবিকে ‘অকৃতজ্ঞ’ও বলেছেন নজর। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের এমন সিদ্ধান্ত আসলে পাকিস্তানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলেও মনে হচ্ছে তাঁর।
advertisement
আর্থিক ক্ষতি তো আছেই। সে কারণেই কি না, মুদাসসর ব্যাংক গ্যারান্টির পরামর্শ দিচ্ছেন। সম্ভবত তাঁর ভাবনাটা এই যে ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে পিসিবির ক্ষতি তো কমবেই, পাশাপাশি নিজেদের যে পরিমাণ অর্থ গচ্চা যাবে—সেটি বিবেচনায় নিয়ে পাকিস্তান সফর বাতিল করার আগে আরও তিন-চারবার ভাববে ইংল্যান্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন এরকম পদক্ষেপ নেওয়ার ভাবনা ভবিষ্যতে হলেও হতে পারে, তবে এখনই ভাবা হচ্ছে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PCB England series : পিসিবি- কে ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরামর্শ নজরের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement