বিলেতে হেরেও শীর্ষে কোহলিরা

  • Last Updated :
  • Share this:

    #লন্ডন: বিলেত সফরে টেস্টে লজ্জার ১-৪ হারের পরেও শীর্ষস্থান ধরে রাখল ভারত। তবে রুটের ইংল্যান্ডের কাছে হেরে ১০ পয়েন্ট খোয়াল বিশ্বের পয়লা নম্বর টেস্ট দল।

    বুধবার প্রকাশিত আইসিসি’র তালিকায় ভারতের পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। আর ৮ পয়েন্ট বাড়িয়ে তালিকায় চার নম্বরে উঠে এসেছে ইংরেজরা। তবে সিরিজে ব্যাটিং ধারাবাহিকতায় পয়লা নম্বর জায়গা ধরে রেখেছেন ব্যাটসম্যান বিরাট। আর ১১-ধাপের উত্থানে প্রথম দশে টেস্ট কেরিয়ার শেষ করলেন কুক।

    একইভাবে টেস্টে উইকেটশিকারিদের তালিকায় ম্যাকগ্রাকে টপকে বোলারদের ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে জিমি অ্যান্ডারসন। এদিকে দল দেশে ফিরলে এশিয়া কাপের আগেই শাস্ত্রীর সঙ্গে পারফরম্যান্স নিয়ে আলোচনায় বসবেন বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের (CoA) প্রধান বিনোদ রাই।

    First published:

    Tags: ICC Rankings, India vs England, Virat Kohli