India’s T20 World Cup 2026 Squad Announcement: গিল বাদ! বিশ্বকাপ দলের অধিনায়ক সূর্য কুমার, চমক দিয়ে সহ অধিনায়ক অক্ষর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India’s T20 World Cup 2026 Squad Announcement: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইন্ডিয়া স্কোয়াড লাইভ: ভারত ইতিহাসের দিকে তাকিয়ে আছে!
কলকাতা: সূর্যকুমার যাদব অধিনায়ক- এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই৷ চোটের কারণে বাদ শুভমান গিল৷ এই দুই চমকে স্তম্ভিত ফ্যানরা৷ চোটের কারণে বাদ গিল৷ অন্যদিকে টিম কম্পোজিশনের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন৷
পুরো দলটি দেখে নিন
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।
advertisement
🚨India’s squad for ICC Men’s T20 World Cup 2026 announced 🚨
Let’s cheer for the defending champions 💪#TeamIndia | #MenInBlue | #T20WorldCup pic.twitter.com/7CpjGh60vk
— BCCI (@BCCI) December 20, 2025
advertisement
ভারতীয় দল আজ ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করল। অজিত আগরকর এবং সূর্যকুমার যাদব মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে একটি নির্বাচনী সভার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন৷ এই নির্বাচন প্রক্রিয়া থেকেই আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলও নির্বাচন করেন।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইন্ডিয়া স্কোয়াড লাইভ: ভারত ইতিহাসের দিকে তাকিয়ে আছে!
ভারত প্রথম দল হিসেবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে নজিরগুলির সামনে দাঁড়িয়ে সেগুলি হল টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব রক্ষা করার সুযোগ, ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুযোগ, পাশাপাশি প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে৷
advertisement
২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ১৫ সদস্যের স্কোয়াডটি এখানে দেখুন:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিভম দুবে, যুজবেন্দ্র চাহাল।

advertisement
টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল নির্বাচিত
ভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নির্বাচকরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও একই দল বেছে নেওয়া হবে কিনা তা নিয়েও ভাবছেন, যে দলটি এশিয়া কাপ জিতেছিল। যদি তাই হয়, তাহলে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের আগে রিঙ্কু সিংকে দলে নেওয়া হওয়ার সম্ভাবনা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-১ ব্যবধানে জয়লাভ করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 20, 2025 2:22 PM IST









