India's Medal in Commonwealth Games 2022: বাবা বক্সার ছেলে ভারোত্তলক, কমনওয়লেথে ফের সোনা, ১৯ -র জেরমি ভারোত্তলনে পেলেন সোনা

Last Updated:

১৯ বছরের এই ভারোত্তলক পুরুষদের ৬৭ কিলোগ্রাম বিভাদে সোনার পদক জিতলেন৷

Jeremy Lalrinnunga wins gold medal
Jeremy Lalrinnunga wins gold medal
#বার্মিংহ্যাম: ভারতীয় তরুণ ওয়েটলিফটার জেরমি লালরিনুঙ্গা কমনওয়েলছ গেমস ২০২২ কামাল করলেন৷ ১৯ বছরের এই ভারোত্তলক পুরুষদের ৬৭ কিলোগ্রাম বিভাদে সোনার পদক জিতলেন৷ কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারত দ্বিতীয় সোনার মেডেল জিতলেন৷ লালরিননুঙ্গা ৩০০ কেজি বিভাগে (১৪০+১৬০ কেজি) ওজন তোলার চেষ্টা করেন৷ জেরমি চার বছরে এই নিয়ে তিন নম্বর বার ভারতের জাতীয় পতাকার সম্মান বাড়ালেন৷ তিনি ২০১৮ তে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন এছাড়া গত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন৷ এখন তাঁর থেকে প্যারিস অলিম্পিক্স ২০২৪ সোনার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷
advertisement
জেরমি সমোআ বেহপাবা নীবো ইয়োন ২৯৩ কিলো (১২৭ কিলো, ১৬৬ কিলো) এবং নাইজিরিয়া ইডিডিয়োগ জোসেফ উমোআফিয়া ২৯ কেজি (১৩০ কেজি ও  ১৬০ কেজি ) তে রূপো এবং ব্রোঞ্জ জেতেন৷ আইজলের জেরোমি কমনওয়েললথ গেমসে স্ন্যাচ (১৪ কেজি) এবং মোট (৩০০ কেজি) বিভাগে রেকর্ড নিজের নামে করেন৷ এই সময় তিনি চোটগ্রস্ত ছিলেন৷ ক্লিন অ্যান্ড জার্কে তাঁর ব্যাথা হচ্ছিল এই ইভেন্ট চলাকালীন তা বোঝা যায়৷
advertisement
জেরমি স্ন্যাচে নিজের দ্বিতীয় চেষ্টাতে ১৪০ কেজি ওজন তুলে নিজের নিকটতম প্রতিপক্ষের থেকে ১০ কেজি এগিয়ে যান৷ তার প্রথম চেষ্টায় ১৩৬ কেজি চেষ্টা দিয়ে শুরু করেন৷ জেরমি শেষ চেষ্টায় ১৪৩ কেজি ওঠানোর চেষ্টা করে কিন্তু তা ওঠাতে পারেনিষ
ক্লিন অ্যান্ড জার্কে তিনি ২০২১ কমনওয়েলথ গেমসেও ১৫৪ কেজি ওজন উঠিয়ে  শুরু করেছিলেন দ্বিতীয় চেষ্টায় ১৬০কেজি ওজন ওঠান৷  নিজের শেষ চেষ্টায় ১৬৫ কেজি ওঠাতে পারেননি৷ বক্সিং করা লালনেহতলুআঙ্গা -র বাড়িতে জন্মানো ছেলে বক্সিংয়ে শুরু করলেও পরে ওয়েটলিফিটিং বা ভারোত্তলনে বেশি ভাল পারফর্ম করতে শুরু করেন৷
advertisement
জেরমির পদকের সঙ্গে সঙ্গে কমনওয়েলথ গেমসে এটা ভারতের ৫ম মেডেল৷ এখনও অবধি ভারত দুটি সোনার পদক জিতেছে৷ তাছাড়া দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India's Medal in Commonwealth Games 2022: বাবা বক্সার ছেলে ভারোত্তলক, কমনওয়লেথে ফের সোনা, ১৯ -র জেরমি ভারোত্তলনে পেলেন সোনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement