#বার্মিংহ্যাম: ভারতীয় তরুণ ওয়েটলিফটার জেরমি লালরিনুঙ্গা কমনওয়েলছ গেমস ২০২২ কামাল করলেন৷ ১৯ বছরের এই ভারোত্তলক পুরুষদের ৬৭ কিলোগ্রাম বিভাদে সোনার পদক জিতলেন৷ কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারত দ্বিতীয় সোনার মেডেল জিতলেন৷ লালরিননুঙ্গা ৩০০ কেজি বিভাগে (১৪০+১৬০ কেজি) ওজন তোলার চেষ্টা করেন৷ জেরমি চার বছরে এই নিয়ে তিন নম্বর বার ভারতের জাতীয় পতাকার সম্মান বাড়ালেন৷ তিনি ২০১৮ তে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন এছাড়া গত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন৷ এখন তাঁর থেকে প্যারিস অলিম্পিক্স ২০২৪ সোনার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷
আরও পড়ুন - Partha Chatterjee Arrested: ‘‘ও কৌন থি’’-রহস্যময়ীকে নিয়ে গয়নার দোকানে পার্থ! ছবি নিয়ে শুরু তদন্তজেরমি সমোআ বেহপাবা নীবো ইয়োন ২৯৩ কিলো (১২৭ কিলো, ১৬৬ কিলো) এবং নাইজিরিয়া ইডিডিয়োগ জোসেফ উমোআফিয়া ২৯ কেজি (১৩০ কেজি ও ১৬০ কেজি ) তে রূপো এবং ব্রোঞ্জ জেতেন৷ আইজলের জেরোমি কমনওয়েললথ গেমসে স্ন্যাচ (১৪ কেজি) এবং মোট (৩০০ কেজি) বিভাগে রেকর্ড নিজের নামে করেন৷ এই সময় তিনি চোটগ্রস্ত ছিলেন৷ ক্লিন অ্যান্ড জার্কে তাঁর ব্যাথা হচ্ছিল এই ইভেন্ট চলাকালীন তা বোঝা যায়৷
জেরমি স্ন্যাচে নিজের দ্বিতীয় চেষ্টাতে ১৪০ কেজি ওজন তুলে নিজের নিকটতম প্রতিপক্ষের থেকে ১০ কেজি এগিয়ে যান৷ তার প্রথম চেষ্টায় ১৩৬ কেজি চেষ্টা দিয়ে শুরু করেন৷ জেরমি শেষ চেষ্টায় ১৪৩ কেজি ওঠানোর চেষ্টা করে কিন্তু তা ওঠাতে পারেনিষ
ক্লিন অ্যান্ড জার্কে তিনি ২০২১ কমনওয়েলথ গেমসেও ১৫৪ কেজি ওজন উঠিয়ে শুরু করেছিলেন দ্বিতীয় চেষ্টায় ১৬০কেজি ওজন ওঠান৷ নিজের শেষ চেষ্টায় ১৬৫ কেজি ওঠাতে পারেননি৷ বক্সিং করা লালনেহতলুআঙ্গা -র বাড়িতে জন্মানো ছেলে বক্সিংয়ে শুরু করলেও পরে ওয়েটলিফিটিং বা ভারোত্তলনে বেশি ভাল পারফর্ম করতে শুরু করেন৷
জেরমির পদকের সঙ্গে সঙ্গে কমনওয়েলথ গেমসে এটা ভারতের ৫ম মেডেল৷ এখনও অবধি ভারত দুটি সোনার পদক জিতেছে৷ তাছাড়া দুটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।