India Pakistan War Situation: 'ভারত এমন জবাব দিক যা পাকিস্তান কখনও ভুলবে না', হুঙ্কার বীরেন্দ্র সেওয়াগের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Pakistan War Situation: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ক্রীড়া ক্ষেত্রর বিভিন্ন ব্যক্তিত্বরা দেশের পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপোনার বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন ভারতীয় সেনাদের সামনে ভয়ে কাঁপছে পাকিস্তান।
পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নীরিহ ভারতবাসীর মৃত্যুর বদলা নিতে প্রত্যাঘাত করে ভারত। অপারেশ সিঁদুর চালায় ভারতীয় সেনা। নিখুঁত লক্ষ্যে ধ্বংস করে দেওয়া হয় পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি। এরপরও শিক্ষা হয়নি পাকিস্তানের। চুপ করে বসে না থেকে পাল্টা হামলার পথে হাঁটে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি একাধিক বার লঙ্ঘন করে পাকিস্তান।
বৃহস্পতিবার রাতে জম্মু, জয়সলমের, পাঠানকোটে হামলার চেষ্টা করে পাকিস্তান। শত্রু দেশের একের পর এক ড্রোন অ্য়াটাক সফলভাবে প্রতিরোধ করে ভারত। এরপর ফের পাল্টা প্রত্যাঘাতের পথে হাঁটে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, করাচি সহ একাধিক শহরে আঘাত হেনেছে ভারত। আসরে নেমেছে আইএনএস বিক্রান্তও। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তানের একাধিক জায়গা। ভারতের একের পর এক হামলায় নাস্তানাবুদ পাকিস্তান।
advertisement
এমন পরিস্থিতিতে ক্রীড়া ক্ষেত্রর বিভিন্ন ব্যক্তিত্বরা দেশের পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। ভারতীয় দলের প্রাক্তন তারকা ওপোনার বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন ভারতীয় সেনাদের সামনে ভয়ে কাঁপছে পাকিস্তান। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন, পাকিস্তানের কাছে শান্ত থাকার সুযোগ ছিল। কিন্তু ওরাই যুদ্ধ ডেকে এনেছে। জঙ্গিদের রক্ষা করতে চাইছিল। আমাদের সেনাও যোগ্য জবাব দিচ্ছে। ভারত এমন জবাব দিক যা পাকিস্তান কখনও ভুলবে না।’
advertisement
advertisement
War has been chosen by Pakistan when they had an opportunity to keep quiet.
They have escalated to save it’s terrorist assets, speaks so much about them.
Our forces will reply in the most appropriate manner, a manner Pakistan will never forget.— Virrender Sehwag (@virendersehwag) May 8, 2025
advertisement
আরও পড়ুনঃ IPL 2025 RCB vs LSG: শুক্রবার কি হবে আইপিএলে আরসিবি বনাম এলএসজি ম্যাচ? বড় আপডেট দিলেন বোর্ড কর্তা
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার রাত থেকে ফের বারে উত্তেজনা। শুক্রবার সকালেও যা জারি রয়েছে। জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভূস্বর্গকে। দিল্লি-মুম্বইতেও বাড়ানো হয়েছে নিরাপত্তি। পাকিস্তানের যে কোনও ধরনেপ অপচেষ্টার যোগ্য জবাব দিতে তৈরি ভারতীয় সেনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 12:06 PM IST