India Pakistan tension 2025: 'পাকিস্তানে আর খেলতে যেতে চায় না বিদেশি ক্রিকেটাররা!' এ কী বললেন বাংলাদেশের ক্রিকেটার, জানুন পুরো ঘটনাটি...

Last Updated:

India Pakistan tension 2025: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পিএসএল ২০২৫ স্থগিত হয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়ায়, কেউ কেঁদে ফেলেন, কেউ আর পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপদে দুবাই পৌঁছানোর পর ঘটনার বিবরণ দিয়েছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।

'পাকিস্তানে আর খেলতে যেতে চায় না বিদেশি ক্রিকেটাররা!' এ কী বললেন বাংলাদেশের ক্রিকেটার, জানুন পুরো ঘটনাটি...
'পাকিস্তানে আর খেলতে যেতে চায় না বিদেশি ক্রিকেটাররা!' এ কী বললেন বাংলাদেশের ক্রিকেটার, জানুন পুরো ঘটনাটি...
নয়াদিল্লি: পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে ওঠার সময় পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৫-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি জানান, যখন বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন সবাই আতঙ্কে ছিলেন। অবশেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে নিজ নিজ দেশে ফেরার ফ্লাইট ধরেন তারা। উল্লেখ্য, ভারতের ক্রিকেট বোর্ড IPL ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করার কয়েক ঘণ্টা পরই PSL ২০২৫ বন্ধ করে দেওয়া হয়।
advertisement
advertisement
রিশাদ বলেন, “স্যাম বিলিংস, ড্যারেল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ওয়েইসে, টম কুরান… সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিল… দুবাইয়ে পৌঁছে মিচেল আমাকে বলল, সে আর কখনও পাকিস্তানে যাবে না, বিশেষ করে এরকম পরিস্থিতিতে। সবাই পুরোপুরি আতঙ্কিত ছিল।”
বিদেশি খেলোয়াড়দের আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে রিশাদ বলেন, ইংল্যান্ডের ক্রিকেটার টম কুরান এমনকি কাঁদতে শুরু করেন এবং তাকে শান্ত করতে দু-তিনজনের সাহায্য দরকার হয়।
advertisement
রিশাদ জানান, “টম কুরান এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু শুনতে পেল বিমানবন্দর বন্ধ। তখন সে ছোট শিশুর মতো কাঁদতে শুরু করল। ওকে সামলাতে দু-তিনজন লেগে গেল।”
বাংলাদেশের আরেকজন খেলোয়াড় নাহিদ রানা, যিনি পেশোয়ার জালমির হয়ে PSL ২০২৫-এ অংশ নিয়েছিলেন, তাকেও সান্ত্বনা দেন রিশাদ।
advertisement
তিনি বলেন, “নাহিদ রানা খুব চুপচাপ ছিল, হয়তো টেনশনের কারণে। আমি তাকে বারবার বলছিলাম চিন্তা করো না, ইনশাআল্লাহ কিছু হবে না। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে দুবাই পৌঁচেছি।”
খেলোয়াড়দের পরিবার যে আতঙ্কিত ছিল, সেটা স্বাভাবিক বলেই মনে করেন রিশাদ। তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা এক বড় বিপদ কাটিয়ে দুবাই পৌঁছেছি এবং এখন আমি অনেকটা স্বস্তি বোধ করছি।”
advertisement
“আমরা যখন দুবাইয়ে নামলাম, তখন শুনি আমাদের ছাড়ার ২০ মিনিট পর পাকিস্তানের ওই বিমানবন্দরে মিসাইল হামলা হয়েছে। এটা ছিল খুবই ভয়ানক ও বেদনাদায়ক খবর।”
“আমি যখনই বাইরে খেলতে যাই, পরিবার চিন্তায় থাকে – পরিস্থিতি ভালো না খারাপ। এবার যখন পাকিস্তানে বোমা বিস্ফোরণ আর মিসাইল হামলার খবর শুনল, স্বাভাবিকভাবেই তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। আমি ওদের সান্ত্বনা দিয়েছি, বলেছি চিন্তা করো না। তারপর ওরাও স্বাভাবিক হয়ে যায়,” যোগ করেন রিশাদ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Pakistan tension 2025: 'পাকিস্তানে আর খেলতে যেতে চায় না বিদেশি ক্রিকেটাররা!' এ কী বললেন বাংলাদেশের ক্রিকেটার, জানুন পুরো ঘটনাটি...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement