IPL 2025: পঞ্জাব কিংস-দিল্লির বাতিল হওয়া ম্যাচ কি আবার হবে? জানা গেল 'আসল খবর'

Last Updated:

আইপিএল ২০২৫ আবার শুরু হলে সেই ম্যাচ পুনরায় খেলা হবে। এমনটাই জানা গিয়েছে। পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটলসের সেই ম্যাচ সেদিন জরুরি পরিস্থিতিতে বাতিল হয়েছিল।

News18
News18
নয়াদিল্লি: আইপিএল ২০২৫-এর বাকি খেলা আবার কবে থেকে হবে! এই প্রশ্ন এখন ক্রিকেট সমর্থকদের মনে। এর আগে আইপিএল ম্যাচ বাতিল হয়েছে। ধরমশালায় পঞ্জাব বনাম দিল্লি ম্যাচে সব লাইট অফ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল। পরে খেলা বন্ধ করা হয়৷ দশ ওভার খেলা গড়ানোর পর মাঠের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের ড্রেসিংরুমে ফিরে যেতে বলা হয়‌েছিল। দর্শক শূন্য করে দেওয়া হয় স্টেডিয়াম।
প্রথমে ম্যাচে দুটো বাতিস্তম্ভের আলো বন্ধ করা হয়। সেই সময় খেলোয়াড়রা মাঠে উপস্থিত ছিলেন। তবে তার পর আরও দুটো বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়া হয়৷ ধরমশালার ওই ম্যাচে এইচপিএ স্টেডিয়ামে সেনাকে সম্মান জানিয়ে পারফর্ম করেছিলেন গায়ক বি প্রাক। তবে সব কিছু বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে৷
আরও পড়ুন- ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় ক্রিকেটে দুটি বোমা! রোহিত, বিরাট কার ‘টার্গেট’? বড় কাণ্ড ফাঁস
আইপিএল ২০২৫ আবার শুরু হলে সেই ম্যাচ পুনরায় খেলা হবে। এমনটাই জানা গিয়েছে। পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটলসের সেই ম্যাচ সেদিন জরুরি পরিস্থিতিতে বাতিল হয়েছিল। এখনও পর্যন্ত যা খবর, আগামী শুক্রবার থেকে পুরোদস্তুর বল গড়াবে আইপিএলের। যদিও বোর্ড এখনই কোনও ঘোষণা করেনি।
advertisement
advertisement
আইপিএলের পরবর্তী সূচি ও ভেন্যু নিয়েও  সিদ্ধান্তের কথা জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জানা যাচ্ছে, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই কিংবা বেঙ্গালুরুতে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে অবস্থিত শহরগুলিতেই আইপিএলের বাকি ম্যাচগুলোর আয়োজন করতে চাইছে বিসিসিআই।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: পঞ্জাব কিংস-দিল্লির বাতিল হওয়া ম্যাচ কি আবার হবে? জানা গেল 'আসল খবর'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement