IND vs PAK Tri Series : ভারত বনাম পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট অস্ট্রেলিয়া

Last Updated:

India Pakistan may face each other at tri nation series in Australia. অস্ট্রেলিয়ায় হতে পারে ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আবার সিরিজ খেলতে দেখা যেতে পারে ভারত পাকিস্তানকে
আবার সিরিজ খেলতে দেখা যেতে পারে ভারত পাকিস্তানকে
ভারত পাকিস্তানের লড়াই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা দেখতে চায় তাই ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য তাদের দরজা খোলা বলে জানালেন তিনি। গত প্রায় ১০ বছরে শুধু আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপেই ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ সীমিত ওভারের সিরিজ হয়েছিল ২০১২-১৩ মরসুমে (ডিসেম্বর-জানুয়ারি)।
advertisement
advertisement
২০০৮ সালের পর এই দুই দলের মধ্যে কোন টেস্ট সিরিজও হয়নি। চেয়ারম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই গত নভেম্বর মাসে রামিজ রাজা জানিয়েছিলেন, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন একপ্রকার অসম্ভব। তাই কোনো ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে সেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করা যেতে পারে।
advertisement
চলতি বছরের জানুয়ারি মাসে রামিজ রাজা প্রস্তাব দেন আয়োজক দেশ পরিবর্তন করে প্রতি বছর একবার করে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চতুর্দেশীয় টি-২০ সিরিজ আয়োজন করা যেতে পারে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলি জানিয়েছেন, রামিজ রাজার প্রস্তাব নিয়ে তার দেশের বোর্ড কোনো আলোচনা করেনি, কিন্তু তারা পাকিস্তান ও ভারতকে নিয়ে তারা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে রাজি।
advertisement
রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট শেষ হওয়ার পর হকলি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগতভাবে আমি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পক্ষে। অতীতেও তা হয়েছে ও তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উদ্দীপনা তুঙ্গে ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজন করার জন্য আমরা রাজি।
ভারত ও পাকিস্তান দুই দেশের অনেক বাসিন্দাই অস্ট্রেলিয়ায় থাকেন। বিশ্বক্রিকেটের প্রত্যেকেই এই দ্বৈরথ দেখতে চান। আমরা যদি তাদের এই দ্বৈরথ দেখার সুযোগ করে দিতে পারি, আমাদের ভাল লাগবে। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান আবার মুখোমুখি হবে। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে আয়োজিত ঐ ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে হকলি জানান। যদিও এই সিরিজ এখনো পর্যন্ত শুধু ভাবনার পর্যায়ে আছে। বিসিসিআই অথবা বিসিবি কেউ সবুজ সঙ্কেত দেয়নি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK Tri Series : ভারত বনাম পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে ইচ্ছুক ক্রিকেট অস্ট্রেলিয়া
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement