IND vs PAK: 'ফাইনালে ভারতকে ছাড়বে না, বদলা চাই...'! হ্যারিস রউফকে আবদার পাকিস্তান ফ্যানের, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট পাকা করেছে পাকিস্তান। দুবাইতে মেগা ম্যাচের জয়ের পর পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রাউফের কাছে এক সমর্থকের আবেগঘন অনুরোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট পাকা করেছে পাকিস্তান। দুবাইতে মেগা ম্যাচের জয়ের পর পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রাউফের কাছে এক সমর্থকের আবেগঘন অনুরোধ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই সমর্থক রউফকে অনুরোধ করেন যেন তিনি ভারতকে এশিয়া কাপ ফাইনালে যেন জিততে না দেওয়া হয়। পাকিস্তান ফ্যানের পক্ষে এই আবেদনে রউফ হাসিমুখে সম্মতি জানিয়ে দর্শকদের দিকে সম্মতির মতো ইশারা করেন, যা দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পায়। মাত্র ১৩৫ রানে নিজেদের ইনিংস শেষ করেও বাংলাদেশকে ১১ রানে পরাজিত করে ফাইনালে ভারতকে মুখোমুখি হওয়ার সুযোগ করে নিয়েছে পাকিস্তান। পাওয়ারপ্লেতে শাহিন শাহ আফ্রিদির আগুন ঝরানো বোলিংয়ের কারণে বাংলাদেশের ব্যাটিং লাইন তাসের ঘরের মত ভেঙে পড়ে। এরপর হ্যারিস রাউফের দারুণ বোলিংয়ে বাংলাদেশের কোনও চেষ্টা ফলপ্রসূ হয়নি।
advertisement
A fan’s clear message to Haris Rauf for India vs Pakistan final match of the Asia Cup. 🇵🇰🇮🇳 pic.twitter.com/L24Dp1xsql
— Ahtasham Riaz (@ahtashamriaz22) September 25, 2025
advertisement
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত লড়াই করলেও যথেষ্ট রান করতে পারেনি, ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানেই থেমে যায়। ইন-ফর্ম সাইফ হাসানের কিছু আক্রমণাত্মক শট ছাড়া বাকিরা ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। রউফ শেষ দিকে দুই দ্রুত উইকেট নেয়ার মাধ্যমে বাংলাদেশের আশা শেষ করেন।
advertisement
অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে শুনানি শুক্রবার অনুষ্ঠিত হবে। তাদের কিছু অশালীন ইশারাকে ভারতীয় বোর্ড ভালোভাবে নেয়নি। তবে এই সব বিতর্কের মাঝেও পাকিস্তান-ভারত এশিয়া কাপ ফাইনালের উত্তেজনা বেড়েই চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 11:12 AM IST