বড়দিনের আগে সুখবর ! ফিফা র্যাঙ্কিংয়ে গত ছ’বছরে সেরা স্থান ভারতের
Last Updated:
র্যাঙ্কিংয়ে দু’ধাপ উন্নতি করে ১৩৫ নম্বরে শেষ করল স্টিফেন কনস্টানটাইনের দল ৷
#নয়াদিল্লি: বছরের শেষটা ভালই হল ভারতীয় ফুটবল দলের জন্য ৷ র্যাঙ্কিংয়ে দু’ধাপ উন্নতি করে ১৩৫ নম্বরে শেষ করল স্টিফেন কনস্টানটাইনের দল ৷ গত ছ’বছরে এটা ভারতের সেরা র্যাঙ্কিং ৷ ২০০৯ সালে ভারত শেষ করেছিল ১৩৪ নম্বরে ৷ এবছর ‘ইয়ার এন্ডার’-টাও তাই ভালই হল মেন ইন ব্লু’দের ৷
দলের এই উন্নতিতে স্বভাবতই খুশি হেড কোচ কনস্ট্যানটাইন ৷ AIFF.com-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ প্লেয়ারদের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব ছিল না ৷ আমার টিমে অসাধারণ সব ফুটবলার রয়েছেন ৷ যারা ভবিষ্যতের উন্নত টিম তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে ৷ ’’ পাশাপাশি কনস্ট্যানটাইন এদিন আরও বলেন, ‘‘ আমার সবসময়েই লক্ষ্য ছিল র্যাঙ্কিংয়ে উন্নতি করা ৷ জাতীয় দলের দায়িত্ব নিয়েই এই লক্ষ্যে নেমে পড়েছিলাম ৷ এই ফলাফলেই পরিষ্কার যে আমরা উন্নতি করেছি ৷ ’’ এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং সচিব কুশল দাসকেও এর জন্য ধন্যবাদ জানিয়েছেন কোচ কনস্ট্যানটাইন ৷
advertisement
একনজরে দেখে নেওয়া যাক শেষ কয়েক বছরে ভারতের র্যাঙ্কিং:
advertisement
২০১৫: ১৬৬
২০১৪: ১৭১
২০১৩: ১৫৪
২০১২: ১৬৬
২০১১: ১৬২
২০১০: ১৪২
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2016 7:23 PM IST