বড়দিনের আগে সুখবর ! ফিফা র‍্যাঙ্কিংয়ে গত ছ’বছরে সেরা স্থান ভারতের

Last Updated:

র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ উন্নতি করে ১৩৫ নম্বরে শেষ করল স্টিফেন কনস্টানটাইনের দল ৷

#নয়াদিল্লি: বছরের শেষটা ভালই হল ভারতীয় ফুটবল দলের জন্য ৷ র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ উন্নতি করে ১৩৫ নম্বরে শেষ করল স্টিফেন কনস্টানটাইনের দল ৷ গত ছ’বছরে এটা ভারতের সেরা র‍্যাঙ্কিং ৷ ২০০৯ সালে ভারত শেষ করেছিল ১৩৪ নম্বরে ৷ এবছর ‘ইয়ার এন্ডার’-টাও তাই ভালই হল মেন ইন ব্লু’দের ৷
দলের এই উন্নতিতে স্বভাবতই খুশি হেড কোচ কনস্ট্যানটাইন ৷ AIFF.com-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ প্লেয়ারদের সাহায্য ছাড়া এই সাফল্য পাওয়া সম্ভব ছিল না ৷ আমার টিমে অসাধারণ সব ফুটবলার রয়েছেন ৷ যারা ভবিষ্যতের উন্নত টিম তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে ৷ ’’ পাশাপাশি কনস্ট্যানটাইন এদিন আরও বলেন, ‘‘ আমার সবসময়েই লক্ষ্য ছিল র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা ৷ জাতীয় দলের দায়িত্ব নিয়েই এই লক্ষ্যে নেমে পড়েছিলাম ৷ এই ফলাফলেই পরিষ্কার যে আমরা উন্নতি করেছি ৷ ’’ এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল এবং সচিব কুশল দাসকেও এর জন্য ধন্যবাদ জানিয়েছেন কোচ কনস্ট্যানটাইন ৷
advertisement
একনজরে দেখে নেওয়া যাক শেষ কয়েক বছরে ভারতের র‍্যাঙ্কিং:
advertisement
২০১৫:  ১৬৬
২০১৪:  ১৭১
২০১৩: ১৫৪
২০১২: ১৬৬
২০১১:  ১৬২
২০১০: ১৪২
বাংলা খবর/ খবর/খেলা/
বড়দিনের আগে সুখবর ! ফিফা র‍্যাঙ্কিংয়ে গত ছ’বছরে সেরা স্থান ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement