India vs Sri Lanka: দ্বিতীয় টি২০তে গোহারা হারল শ্রীলঙ্কা, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে ভারতের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Sri Lanka: প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তা-ও লড়াই করতে পেরেছিল, দ্বিতীয় ম্যাচে খরকুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা।
ক্যান্ডি: প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা তা-ও লড়াই করতে পেরেছিল, দ্বিতীয় ম্যাচে খরকুটোর মতো উড়ে গেল শ্রীলঙ্কা।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান তোলে শ্রীলঙ্কা। শুরুটা খারাপ হয়নি আশালঙ্কাদের। ওপেনিংয়ে নেমে নিশাঙ্কা ২৪ বলে ৩২ রান করেন। এর পরে কুশল মেন্ডিস এবং নিশাঙ্কার আউট হওয়ার পরে শ্রীলঙ্কার হয়ে লড়াই করেন কুশল পেরেরা, তিনি ৩৪ বলে ৫৩ রান করেন। কিন্তু ১৫.১ ওভারে দলের ১৩০ রানের মাথায় কামিন্ডু মেন্ডিস আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে ৩টি উইকেট নেন রবি বিষ্ণোই। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
শ্রীলঙ্কার ইনিংস শেষ হতেই বৃষ্টি নামে ক্যান্ডিতে। ডিএলএস নিয়মে ভারতের লক্ষ দাঁড়ায় ৮ ওভারে ৭৮ রান। এই রান করতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে দেশের জার্সিতে আবার ব্যর্থ সঞ্জু স্যামসং, প্রথম বলেই আউট হন তিনি।
advertisement
ভারতের হয়ে ১৫ বলে ৩০ করেন যশস্বী, অধিনায়ক সূর্য করেন ১২ বলে ২৬ রান। ক্যান্ডিতে এদিন ভারতের হয়ে ফিনিশ করলেন হার্দিক পান্ডিয়া, ৯ বলে ২২ করে অপরাজিত থাকেন তিনি। ভারত মাত্র ৬.৩ ওভারেই ৮১ রান তুলে দেয়। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 11:30 PM IST