Paris Olympics 2024: তিরন্দাজিতে হার দীপিকাদের, শুটিংয়ে ফাইনালে অর্জুন-রোমিতা এগোলেন নিখাত, মনিকা, সিন্ধু, প্রণয়
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: অলিম্পিক্সের দ্বিতীয় দিনে মনু ভাকেরের হাত ধরে খাতা খুলল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়ারদের মধ্যে কেউ হতাশ করলেন, কেউ একধাপ এগোলেন।
প্যারিস: অলিম্পিক্সের দ্বিতীয় দিনে মনু ভাকেরের হাত ধরে খাতা খুলল ভারত। কিন্তু দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়ারদের মধ্যে কেউ হতাশ করলেন, কেউ একধাপ এগোলেন। মহিলাদের দলগত বিভাগের তিরন্দাজিতে হেরে বিদায় নিল ভারত, আবার হতাশ করলেন দীপিকা কুমারিরা।
অলিম্পিক্সে শুরুটা ভালই করলেন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন। মহিলাদের ৫০ কেজি বিভাগে জার্মান প্রতিদ্বন্দ্বী ম্যাক্সি ক্লোয়েটজারকে ৫-০ পয়েন্টে হারিয়ে শেষ ১৬-তে উঠলেন তিনি।
advertisement
মহিলাদের টেবিল টেনিসে ব্রিটেনের প্রতিযোগী অ্যানা হার্সেকে ৪-১ সেটে হারিয়ে পরের রাউন্ডে গেলেন মনিকা বাত্রা। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন মনিকা। প্রথম ৩টি সেট টানা জেতেন, চতুর্থ সেটে হার মানলেও পঞ্চম সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতেন মনিকা।
advertisement
মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গেলসে ফতিমাথ রেজ্জাককে ২-০ সেটে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করলেন দু’বারের অলিম্পিক্সে পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। পুরুষদের ব্যাডমিন্টনেও জয় দিয়ে শুরু করলেন এইচএস প্রণয়। জার্মান শাটলার ফ্যাবিয়ান রথকে স্ট্রেট সেটে হারালেন প্রণয়। ব্যাডমিন্টনে সিন্ধু এবং প্রণয়ের হাত ধরে পদকের স্বপ্ন দেখছে ভারত। সেই সঙ্গে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের ফাইনালে উঠলেন অর্জুন বাবুতা। পাশাপাশি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন রোমিতা জিন্দাল। ফাইনালে দুই শুটারই পদক জয়ের লক্ষ্যে নামবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2024 9:20 PM IST