Baichung Bhutia : কোন পথে বিশ্বকাপ ফুটবল খেলবে ভারত? সভাপতি হলে নাকি দেখিয়ে দেবেন বাইচু!
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
India can qualify for World Cup Football if goes according to my plan says Baichung Bhutia. কোন পথে বিশ্বকাপ ফুটবল খেলবে ভারত? সভাপতি হলে নাকি দেখিয়ে দেবেন বাইচু!
#কলকাতা: ফুটবল জীবনে যেমন শেষ মুহূর্তে গোল করে অনেক ম্যাচের ভাগ্য বদলে দিয়েছেন, তেমনই এবার ভারতীয় ফুটবলের নতুন প্রেসিডেন্ট বাছাই করার ক্ষেত্রে শেষ মুহূর্তে নমিনেশন জমা দিয়ে আসর জমিয়ে দিয়েছেন বাইচুং ভুটিয়া। বিজেপির কল্যান চৌবে যদিও নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে। তবুও বাইচুং বুঝিয়ে দিয়েছেন গোলরক্ষককে একা জায়গা ছেড়ে দিতে রাজি নন প্রাক্তন স্ট্রাইকার।
আরও পড়ুন - Virat Kohli fan : পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি, তারপর?
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুটো জিনিসের উপরে আমাদের আরও জোর দিতে হবে। প্রথমত, তৃণমূল স্তরের উন্নতি। দ্বিতীয়ত, রাজ্য সংস্থাগুলোকে আরও বেশি টাকা দেওয়া। তৃণমূল স্তরের উন্নতির কোনও বিকল্প নেই। কিন্তু আমি চাই সে ব্যাপারে আরও মনোযোগ দেওয়া হোক।
advertisement
বাইচুং জানিয়েছেন, ফুটবলারদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষপাতী তিনি। বলেছেন, ফুটবলার-কেন্দ্রিক একটা ব্যবস্থা গড়ে তুলতে চাই। ফুটবলারদের আরও পরিষেবা দিতে চাই। খেলোয়াড়দের যাতায়াত এবং থাকার ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। কীভাবে সেটা সম্ভব সেটাও বলেছেন পাহাড়ি বিছে।
advertisement
🚨 | JUST IN : Bhaichung Bhutia has filed fresh nominations for the post of AIFF president. His nomination has been proposed by Andhra Football Association and seconded by Rajasthan Football Association. [IANS] #IndianFpptball pic.twitter.com/jcXNOEZ47w
— 90ndstoppage 🇮🇳 (@90ndstoppage) August 25, 2022
advertisement
তাঁর কথায়, ধরুন অরুণাচল প্রদেশের ফুটবলাররা কেরলে কোনও জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাবে। সেক্ষেত্রে ট্রেনে করে তিন দিন ওদের যেতে হবে। ওরা যাতে বিমানে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। বাইচুংয়ের মতে, যদি দেশের ফুটবলের পরিকাঠামোর উন্নতি হয়, তা হলে দ্রুত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে ভারত।
তিনি বলেছেন, বয়সভিত্তিক দল হোক বা সিনিয়র দল, আগামী দিনে দুটো দলই নিজেদের যোগ্যতায় বিশ্বকাপে যেতে পারে। তার জন্য আমূল সংস্কার এবং ফুটবলের পরিকাঠামোয় বদল প্রয়োজন। রাজ্য দলগুলি থেকেই প্রতিভাবান ফুটবলাররা উঠে আসে। তাই ওদের হাতে বেশি টাকা দিতে হবে।
advertisement
বাইচুং মনে করেন নিজে যেহেতু লড়াই করে উঠে এসেছেন তাই ভারতীয় ফুটবলারদের অসুবিধের ব্যাপারগুলো তিনি ভালই জানেন। অন্যদিকে কল্যান চৌবে নিশ্চিত তিনি প্রেসিডেন্ট হলেন সব সিদ্ধান্ত ভারতীয় ফুটবলের পক্ষেই যাবে। কারণ তিনিও দীর্ঘদিন জাতীয় দল এবং দুই প্রধানে খেলছেন। ভারতীয় ফুটবলের চিত্রটা তারও অজানা নয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 12:20 PM IST