Virat Kohli fan : পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি, তারপর?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Young Pakistani cricket fan gets emotional after Virat Kohli agrees for selfie. পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি
#দুবাই: গত একমাস ধরে কষ্ট করে টাকা জমিয়ে পাকিস্তান থেকে দুবাইয়ে উড়ে এসেছেন বছর একুশের মহম্মদ জিবরান। একটাই স্বপ্ন নিয়ে। নায়ক বিরাট কোহলির সঙ্গে ছবি তুলবেন। এদিন অনুশীলন শেষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায় এক দর্শক এগিয়ে আসছেন বিরাটের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টায়। কিন্তু তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।
সেই সময় ওই যুবক চেঁচিয়ে বলে ওঠেন, আমি পাকিস্তান থেকে এসেছি। আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। যা শুনে বিরাট ফিরে এসে সেই পাক ভক্তের চাহিদা মেটান। সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পরে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আপ্লুত সেই যুবক বলেন, আমি বিশ্বের কোনও ক্রিকেটারের ভক্ত নেই। শুধু বিরাট কোহলির।
advertisement
বিরাট ভাইয়ের সঙ্গে ছবি তুলব বলে আমি এক মাস ধরে অপেক্ষা করে ছিলাম। আজ সুযোগ হল। আমার কথা শুনে বিরাট ভাই এসে ছবি তুলে যান। ওঁর মতো মানুষ আমি দেখিনি। লাহোর থেকে আসা সেই ক্রিকেটপ্রেমী জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোনও ছবি তিনি তোলেননি। শুধু তুললেন বিরাটের সঙ্গে।
advertisement
Asia Cup 2022: Virat Kohli obliges Pakistan fan with selfie after practice session in Dubai https://t.co/2rEIXlzY4u
— Sarkari Job Wale (@sarkari_jobwale) August 25, 2022
advertisement
ক্রিকেট সম্প্রীতির এই বাতাবরণের মধ্যেই অবশ্য চলছে দু’দলের মহড়া। এদিন ভারতের নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে। ২৮ অগস্ট মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
জিবরান মনে করেন বিরাট কোহলি রবিবার কমপক্ষে একটা হাফ সেঞ্চুরি করবেন পাকিস্তানের বিপক্ষে। নিজের দেশ হিসেবে পাকিস্তানের জয় চান তিনি। কিন্তু বিরাট যেন ওই ম্যাচেই রানে ফেরেন প্রার্থনা করবেন পাকিস্তানি ভক্ত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 11:59 AM IST