Virat Kohli fan : পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি, তারপর?

Last Updated:

Young Pakistani cricket fan gets emotional after Virat Kohli agrees for selfie. পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি

বাবর নন, বিরাটই স্বপ্নের নায়ক পাকিস্তানে
বাবর নন, বিরাটই স্বপ্নের নায়ক পাকিস্তানে
#দুবাই: গত একমাস ধরে কষ্ট করে টাকা জমিয়ে পাকিস্তান থেকে দুবাইয়ে উড়ে এসেছেন বছর একুশের মহম্মদ জিবরান। একটাই স্বপ্ন নিয়ে। নায়ক বিরাট কোহলির সঙ্গে ছবি তুলবেন। এদিন অনুশীলন শেষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায় এক দর্শক এগিয়ে আসছেন বিরাটের সঙ্গে নিজস্বী তোলার চেষ্টায়। কিন্তু তাঁকে আটকে দেন নিরাপত্তারক্ষীরা।
সেই সময় ওই যুবক চেঁচিয়ে বলে ওঠেন, আমি পাকিস্তান থেকে এসেছি। আপনার সঙ্গে একটা ছবি তুলতে চাই। যা শুনে বিরাট ফিরে এসে সেই পাক ভক্তের চাহিদা মেটান। সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। পরে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আপ্লুত সেই যুবক বলেন, আমি বিশ্বের কোনও ক্রিকেটারের ভক্ত নেই। শুধু বিরাট কোহলির।
advertisement
বিরাট ভাইয়ের সঙ্গে ছবি তুলব বলে আমি এক মাস ধরে অপেক্ষা করে ছিলাম। আজ সুযোগ হল। আমার কথা শুনে বিরাট ভাই এসে ছবি তুলে যান। ওঁর মতো মানুষ আমি দেখিনি। লাহোর থেকে আসা সেই ক্রিকেটপ্রেমী জানিয়েছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোনও ছবি তিনি তোলেননি। শুধু তুললেন বিরাটের সঙ্গে।
advertisement
advertisement
ক্রিকেট সম্প্রীতির এই বাতাবরণের মধ্যেই অবশ্য চলছে দু’দলের মহড়া। এদিন ভারতের নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে। ২৮ অগস্ট মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
জিবরান মনে করেন বিরাট কোহলি রবিবার কমপক্ষে একটা হাফ সেঞ্চুরি করবেন পাকিস্তানের বিপক্ষে। নিজের দেশ হিসেবে পাকিস্তানের জয় চান তিনি। কিন্তু বিরাট যেন ওই ম্যাচেই রানে ফেরেন প্রার্থনা করবেন পাকিস্তানি ভক্ত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli fan : পাকিস্তান থেকে এসেছি, একটা সেলফি চাই! ভক্তের আবদার শুনে দাঁড়ালেন কোহলি, তারপর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement