India vs Bangladesh: ভারত-পাক ম্যাচের স্মৃতি ফিরল বৈভবদের সঙ্গে বাংলাদেশ ম্যাচে! টসের পরে হাত মেলাল না দুই দেশ
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
India vs Bangladesh: ভারত পাকিস্তান ম্যাচের 'নো হ্যান্ডশেকের' স্মৃতি এবার ফিরল ছোটদের ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে। শনিবার বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ।
বুলাওয়ে: ভারত পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেকের’ স্মৃতি এবার ফিরল ছোটদের ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচে। শনিবার বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচে টসের পরে বাংলাদেশের অধিনায়ক জাওয়াদ আবরার এবং ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে কেউই হাত মেলাননি।
২০২৫ সালের এশিয়া কাপ থেকে ভারত এবং বাংলাদেশের নো হ্যান্ডশেক বিতর্কের শুরু হয়। সেই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান একাধিক বার মুখোমুখি হলেও কেউই হাত মেলায়নি। এবার সেই বিতর্কের রেশ এসে পড়ল ছোটদের বিশ্বকাপের ভারত এবং বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচেও।
advertisement
advertisement
ভারত এবং পাকিস্তানের নো হ্যান্ডশেকের কারণ হিসাবে পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা তুলে ধরা হয়েছিল। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পাকিস্তানের মতো না হলেও সম্প্রতি বাংলাদেশিদের ভারতবিদ্বেষের জেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় দুই দেশের ক্রিকেটের সম্পর্ক নিয়ে তিক্ততা শুরু হয়। এর মধ্যে বাংলাদেশে তারপরে ভারত বাংলাদেশে সিরিজ খেলতে যাওয়ার বিষয় অনিশ্চয়তা তৈরি হয়।
advertisement
বাংলাদেশের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে পাকিস্তানের সঙ্গে, রাজনৈতিক ঘনিষ্ঠতার সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কও ঘনিষ্ঠ হচ্ছে। পরে বাংলাদেশ জানিয়ে দেয় তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে, ম্যাচগুলি করতে হবে শ্রীলঙ্কাতে। সেই বিতর্ক এখনও মেটেনি, এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে হাত মেলাল না ভারত এবং বাংলাদেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 4:57 PM IST











