Ind W vs Ban W: ভারতীয় মেয়েদের আগুনে বোলিং, বাংলাদেশের বিরুদ্ধে জয়ে সেমির স্বপ্ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিন ১১০ রানে জিতল মিতালি রাজ এন্ড কোং৷ জয়ের জন্য প্রয়োজনীয় ২৩০ রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়৷
#হ্যামিলটন: বিশ্বকাপে মহিলা ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের (ICC Women's world cup 2022)পারফরম্যান্সে ভর দিয়ে বাংলাদেশের (Ind W vs Ban W) বিরুদ্ধে দুরন্ত জয়৷ আর এই জয়ের ফলে এখনও বেঁচে থাকল ভারতের সেমিফাইনালের লাইফলাইন৷ এদিন ১১০ রানে জিতল মিতালি রাজ এন্ড কোং৷ জয়ের জন্য প্রয়োজনীয় ২৩০ রান তাড়া করতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায়৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ৷ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মহিলা বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) ২২ তম লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই ৫০০০ রান পূরণ করে নেন৷ তিনি তারপরেই মহিলা ক্রিকেটে ৫০০০ রান বানানো এলিট ক্লাবে সামিল হয়ে যান৷ ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে তিনি মোট ৩০ রান করেন৷ ৫১ বলে ৩ টি চারের সাহায্যে ৩০ রান করেন৷ মন্ধানা এরপর বড় রানের দিকে যখন খেলতে যাচ্ছিলেন তখন তিনি আউট হয়ে যান৷
advertisement
advertisement
স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে ভালই ব্যাট করেন আরেক ওপেনার শেফালি ভর্মা৷ বেশ কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়ার পর এদিন তিনি ফের দারুণ ফর্মে ছিলেন৷ ভারত বনাম বাংলাদেশ ম্যাচে ৪২ বলে ৪২ রান করেন তিনি৷
advertisement
এরপর যস্তিকা ভাটিয়াও (Yastika Bhatia) অর্ধশতরান করেন৷ তবে এবারের বিশ্বকাপে এখনও ফ্লপ অধিনায়ক মিতালি রাজ৷ এদিন তিনি ০ রান করেন৷ রান পাননি হরমনপ্রীত কউরও৷
তবে এরপর রিচা ঘোষ, পূজা বস্ত্রাকার, স্নেহ রানা সকলেই রান পান৷ সকলের যোগদানে একেবারে কম রানে কুঁকড়ে যাওয়ার বদলে সম্মানজনক স্কোর করে ফেলে ভারতীয় দল৷ ৫০ ওভারে ৭ উইকেটে ২২৯ করে তারা৷
advertisement
বাংলাদেশের হয়ে রিতু মনি ৩ টি এবং নাহিদা একতার ২ টি উইকেট নেন৷
এদিকে রান তাড়া করতে নেমে বাংলাদেশ বেশ টলমল৷ ওপেনার মুর্শিদা খাতুন ছাড়া টপ অর্ডারের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি৷ একসময়ে বাংলাদেশের স্কোর ছিল ৩৫ রানে ৫ উইকেটে৷ সেখান থেকে ক্রিজে কিছুক্ষণ টিকে থাকেন লতা মণ্ডল ও সলমা খাতুন৷
advertisement
ভারতের হয়ে শুরুতেই ঝাঁঝ ঝরান পুনম, স্নেহ, রাজেশ্বরীরা৷ উইকেট পান ঝুলন গোস্বামীও৷ ভারতের হয়ে সফলতম বোলার স্নেহ রানা সর্বাধিক ৪ টি উইকেট নেন৷ পূজা বস্ত্রাকার ও ঝুলন গোস্বামী ২ টি করে উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 22, 2022 1:07 PM IST