#নয়াদিল্লি : আইপিএল ২০২২ (IPL 2022)-র প্রথম ম্যাচ বেশি দেরি নয়৷ ২৬ মার্চ থেকে মিলিয়ন ডলার টি টোয়েন্টি লিগের ১৫তম মরশুম শুরু হবে৷ ২৬মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি টক্করে কেকেআর বনাম সিএসকে (CSK vs KKR)৷ ১০ দলের এই টুর্নামেন্টে এতে লিগ রাউন্ড মোট ৭০ টি ম্যাচ হবে৷ এই ম্যাচ মুম্বইয়ের ৩ টি ভ্যেনু এবং পুণেতে খেলা হবে৷ করোনার কারণে এইবার কোনও ম্যাচ নিজের নিজের হোম গ্রাউন্ডে হচ্ছে না৷ তবে মুম্বই ইন্ডিয়ান্স কিছু ম্যাচ ওয়াংখেড়েতে খেলবে৷ তবে প্লে অফের (IPL 2022) চারটি ম্যাচ কোথায় হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি৷
ক্রিকবাজের খবর অনুযায়ি যেমন যেমন টুর্নামেন্ট এগোবে, ফ্যানদের সংখ্যা বৃদ্ধি হতে পারে৷ এখন মহারাষ্ট্র সরকার নিজেদের স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতার মাত্র ২৫ শতাংশ দর্শককে ছাড় দিচ্ছে৷ এক আধিকারিক জানিয়েছেন, ‘‘যেমন যেমন টুর্নামেন্ট এগোবে, দর্শক সংখ্যাতেও বৃদ্ধি হবে৷ করোনা কেস কমার কারণে অধিক সংখ্যায় ফ্যান স্টেডিয়ামে আসতে পারবে৷’’ ওয়াংখেড়েতে বর্তমান নিয়ম অনুযায়ি ৯৮০০ থেকে ১০ হাজার ফ্যান স্টেডিয়ামে আসবে৷
আরও পড়ুন - Panchangam 22nd March 2022: পঞ্জিকা ২২ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
পুণে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সবার্ধিক
মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ৭-৮ হাজার ফ্যান, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১২ হাজার ফ্যান মাঠে এসে খেলা দেখতে পাবেন৷ এইভাবে ডিওয়াই পাতিল ও পুণেতে সবচেয়ে বেশি দর্শক মাঠে এসে খেলা দেখতে পাবেন৷ দিন কয়েক আগে শ্রীলঙ্কা, ওয়েস্টইন্ডিজ সিরিজের সময় ধরমশালা, কলকাতা, মোহালি, বেঙ্গালুরুতে ফ্যানরা মাঠে এসেছিলেন৷ এর থেকে বিসিসিআই (BCCI) অনেকটা স্বস্তি পেয়েছে৷
বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) সমস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ ও সচিবদের আইপিএলের ওপেনিং ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।