Ind vs Zim: শুভমান গিলের ব্যাটে ঝড়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় টিম ইন্ডিয়ার , সিরিজে এগোল মেন ইন ব্লু

Last Updated:

Ind vs Zim: জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩  রানে জিতল ভারত৷

ভারতের সহজ জয় Photo- AP
ভারতের সহজ জয় Photo- AP
Ind vs Zim:  প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের ধাক্কার পর যে ভারত জেগে উঠেছে তা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে অবলীলায় হারানোর মধ্যে দিয়ে প্রমাণ করে দিল টিম ইন্ডিয়া৷ জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩  রানে জিতল ভারত৷
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শুভমান গিল৷ এদিন ২০ ওভারে ৪ ওভারে ১৮২ রান করে ভারতীয় দল৷
ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান৷ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৩৬ রান করেন৷ অধিনায়ক শুভমান গিল ৪৯ বলে ৬৬ রান করেন৷ শুভমানের এদিনের ইনিংস সাজানো ৭ টি চার, ৩টি ছয় মারেন৷
advertisement
advertisement
রতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৪৯ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো রয়েছে ৪টি চার ও ৩টি ছয় দিয়ে৷  জিম্বাবোয়ের হয়ে মুজরাবানি ও সিকান্দর রাজা ২ টি করে উইকেট নেন৷
advertisement
এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৩ রান করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করতে পারে  জিম্বাবোয়ে৷ তাঁদের দলের হয়ে একমাত্র সফল ব্যাটার ডিয়ন মায়ার্স৷ তিনি ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন৷ ২৬ বলে ৩৭ রান করেন ক্লাইভ মান্দানে৷ কিন্তু এই লড়াই ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না৷
advertisement
ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩ টি উইকেট, আবেশ খান ২ টি উইকেট তুলে নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Zim: শুভমান গিলের ব্যাটে ঝড়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় টিম ইন্ডিয়ার , সিরিজে এগোল মেন ইন ব্লু
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement