Hardik Pandya New Friend: বউয়ের সঙ্গে সম্পর্ক শিকেয়, হার্দিক পান্ডিয়ার জীবনে কি নতুন রঙ, তুমুল ভাইরাল সুন্দরীর সঙ্গে রঙমিলন্তি পোশাকে ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya New Friend: ভাইরাল ফটো হার্দিকের সঙ্গে সুন্দরীর, তোলপাড় হয়ে যাচ্ছে
: ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সব সময়েই ফ্যানেদের নজরে থাকেন৷ কারোর সঙ্গে কিছু করুন বা কোথায় কোনও ফটোশ্যুট করুন সব সময়েই তাঁর উপর থেকে নজর সরে না৷ তারওপর আবার টি টোয়েন্টি বিশ্বকাপে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্বকাপ জয়ের রাস্তা সুগম করে৷ কিন্তু এর মধ্যেও বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন পিছু ছাড়ছে না, কিন্তু ফ্যানরা হঠাৎ এর মধ্যে অন্য গন্ধও পেয়ে গেলেন৷ সুন্দরী এক ললনার সঙ্গে পোশাক মিলিয়ে সোজায় ভাষায় টুইনিং করে পরেছেন হার্দিক পান্ডিয়া৷
advertisement
সম্প্রতি, একটি হৃদয়গ্রাহী ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর বাড়িতে দেখা করার পরে একজন ফ্যান আবেগপূর্ণ রিঅ্যাকশন দিয়েছেন। তাঁর ক্যাপশনটি আরও বুঝিয়ে দিচ্ছে, "CAN SOMEBODY PINCH ME PLEASEEEEEE @hardikpandya93 thank you for being so warm- অর্থাৎ কেউ প্লিজ আমায় চিমটি কেটে দিতে পার৷ এত হট হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ৷ ’’
advertisement
advertisement
advertisement
advertisement