Ind vs WI: আজ সূর্যকুমারের সামনে জবরদস্ত সুযোগ, বাবর আজমকে এক নম্বর থেকে হঠাতে বদ্ধপরিকর

Last Updated:

এ বছরেই অক্টোবর -নভেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ তাই এই ফর্ম যদি সূর্যকুমার বজায় রাখেন তাহলে ভারতীয় দলের জন্য তা খুবই আশার হবে৷

Suryakumar Yadav and Babar Azam Competetion for runs and strike rate
Suryakumar Yadav and Babar Azam Competetion for runs and strike rate
#লাউডারহিল: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)  আজ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে বেশ বড় ইনিংস খেলতে সাফল্য পেয়েছেন৷ তিনি এখন টি টোয়েন্টিতে ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছেন৷ অন্যদিকে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)৷ সূর্যকুমার যাদব যদি ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (IND vs WI) টি টোয়েন্টি ম্যাচে যদি ৫০ রান করেন তাহলে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এক নম্বর হয়ে যাবেন তিনি৷ ৩১ বছরের ভারতের এই ক্রিকেটার এখনও অবধি মাত্র ২২ টি ম্যাচ খেলেছেন৷ এ বছরেই অক্টোবর -নভেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ তাই এই ফর্ম যদি সূর্যকুমার বজায় রাখেন তাহলে ভারতীয় দলের জন্য তা খুবই আশার হবে৷
এবারের ভারত বনাম ওয়েস্টইন্জিজ টি টোয়েন্টি সফরে তাঁকে নিয়ে দলের হয়ে একটি বড় পরীক্ষা করা হয়৷ তাঁকে ওপেনার হিসেবে খেলানো বেশ সফল হয়েছে, সাধারণত তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামেন৷
সূর্যকুমার যাদব গত বছরে মার্চ মাসে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছে৷ জানুয়ারি ২০২১ এ টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স দমদার৷ ২২ ম্যাচ ২০ ইনিংস ৩৮ গড়ে ৬৪৮ রান করেন৷ একটি শতক এবং ৫ টি অর্ধশতরান করেছেন৷ এর মধ্যে স্ট্রাইকরেট ১৭৬ হয়েছে৷ যেটা শানদার পারফরম্যান্স৷
advertisement
advertisement
৩০ ইনিংস -এ ৫০ র বেশি রানের ইনিংস
সূর্যকুমার যাদবের  টি টোয়েন্টি রেকর্ড দেখলে তিনি ২১৬ ম্যাচ ১৯৪ ইনিংসে ৩২ গড়ে ৪৮৭২ রান করেছেন৷ একটি শতরান ও ২৯ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইক রেট ১৪৫৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও তিনি দারুণ পারফর্ম করেছেন৷ এই কারণেই ভারতীয় দলে তিনি জায়গা পান৷ ফার্স্টক্লাস ক্রিকেট ৫ হাজারের বেশি এবং লিস্ট এ -তে ৩ হাজারের বেশি রান করেন৷
advertisement
বাবর আজম স্ট্রাইক রেটের মামলায় বেশ পিছনে
এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে তুফান তোলা ব্যাটসম্যান ২ বছরের টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৩০ ম্যাচের ২৭ ইনিংসে ৩৯ গড় ১০০৫ রান করেছেন৷ তাঁর রয়েছে একটি শতরান এবং ১০ টি অর্ধশতরান রয়েছেন৷ তাঁর সবচেয়ে বড় ইনিংস ১২৯৷
advertisement
দুই ক্রিকেটারের গড়ের দিকে তাকালে  দেখা যাবে প্রায় বরাবার৷ স্ট্রাইকরেটের মামলায় সূর্যকুমার অনেকটাই এগিয়ে৷  বাবর ৭৪ টি টোয়েন্টি আন্তর্জাতিক ৬৯ ইনিংসে ৪৬ গড়ে ২৬৬৮৬ রান করেছেন৷ একটি শতরান এবং ২৬ টি অর্ধশতরান হয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: আজ সূর্যকুমারের সামনে জবরদস্ত সুযোগ, বাবর আজমকে এক নম্বর থেকে হঠাতে বদ্ধপরিকর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement