Vice President Election 2022: জগদীপ ধনখড়কে ভালই চেনা, কিন্তু জানেন কি তাঁর জীবনের ইতিহাস
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ওকালতি পেশার সঙ্গে যুক্ত ধনখড় জুনিয়র থেকেও বড় বড় পদে আসীন ছিলেন৷ তিনি চেম্বারে দীর্ঘদিন ওকালতি করতে থাকতেন৷
advertisement
জগদীপ ধনখড় ১৯৫১ সালে ঝুনঝুন জেলার কিঠান গ্রামে জন্মেছেন৷ ধনখড় রাজস্থান, রাজনীতি সবকিছুর আগে রাখেন নিজের ওকালতিকে৷ ১৯৭৯ সালে তিনি ওকালতিতে কেরিয়ার শুরু করেন৷ প্রথমে জুনিয়র ছিলেন৷ বর্তমানে রাজস্থানের হাইকোর্টে এডিশ্রল সলিসিটর জেনারেল আরডি রাস্তোগিকে ধনখড়কে নিজের গুরু মানেন৷ রাস্তোগী বলেন জগদীপ ধনখড়ের ওকালতি নিয়ে একেবারে গভীর টান ছিল৷ তিনি ফৌজদারী মামলা ও ইন্টারন্যাশানাল আরবিট্রেশনের মামলায় মাস্টার ছিলেন৷ Photo- File
advertisement
advertisement
ওকালতি পেশার সঙ্গে যুক্ত ধনখড় জুনিয়র থেকেও বড় বড় পদে আসীন ছিলেন৷ তিনি চেম্বারে দীর্ঘদিন ওকালতি করতে থাকতেন৷ এখনও তাঁর চেম্বার বইতে ভর্তি৷ তাঁর কাজের সময়ে তাঁরা ৩০ থেকে ৩৫ জন উকিল কাজ করতেন৷ তাঁর এত ক্লায়েন্ট থাকত যে জুনিয়রদের উঠে সিট ছেড়ে দিতে হত৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার আগে শেষ জীবনে কর্পোরেট কেস নিয়ে কাজ করতেন৷ Photo- File
