Ind vs SL: কোহলির শততম ম্যাচে কেক কাটলেন রবীন্দ্র জাদেজা, তারপর যা হল, রইল ভিডিও

Last Updated:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড করেছে৷

Ind vs SL: Ravindra Jadeja cutting cake to celebrate team india's win in virat kohli 100th test- Photo Courtesy- Twitter/ Video Grab
Ind vs SL: Ravindra Jadeja cutting cake to celebrate team india's win in virat kohli 100th test- Photo Courtesy- Twitter/ Video Grab
#মোহালি:  ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে  (India vs Sri Lanka) মোহালি টেস্ট শেষ করে দিয়েছে একেবারে ঝোড়ো স্টাইলে৷ ম্যাচ জয়ের সেলিব্রেশনেরও তাই ব্যবস্থা ছিল৷ এটা বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম্যাচ ( virat kohli 100th test ) ছিল৷ তাই টিম ইন্ডিয়া দারুণ জয় উপহার দিলেন প্রাক্তন অধিনায়ককে -যাতে তাঁর এই মাইলস্টোন টেস্ট তাঁর চির স্মরণীয় থাকে৷ ভারতীয় দল সফরকারী শ্রীলঙ্কা (Ind vs SL) দলের বিরুদ্ধে তৃতীয় দিনের মধ্যেই শেষ করে দেয়৷ শ্রীলঙ্কা এক ইনিংস ও ২২২ রানে হেরে যায়৷ এর ফলে ২-০ সিরিজে এগিয়ে যায় তারা৷ ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ মার্চ বেঙ্গালুরুতে৷ এই টেস্টে গোলাপি বলে খেলা হবে সেটা ডে অ্যান্ড নাইট টেস্ট  (India vs Sri Lanka Day-Night Test)  ম্যাচ হবে৷
মোহালিতে খেলা প্রথম টেস্ট সিরিজে রোহিত শর্মা-র নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৭৪ রানে প্যাকআপ করে দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১৭৮ রানে গুটিয়ে দেওয়া হয়৷ শ্রীলঙ্কা তৃতীয় দিনে ১৬ উইকেট হারায়৷ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পুরো দল রবীন্দ্র জাদেজার ব্যক্তিগত স্কোরের থেকে এক রান পিছনে ছিল৷ দ্বিতীয় ইনিংসে তারা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)  রানের থেকে তিন রান বেশি করে তারা৷ ৬০ বছর বাদে এমন কোনও ক্রিকেটার এই কাজ করলেন যিনি এক ইনিংসে ১৫০ -র বেশি রান করেন এবং ৫উইকেটও নেন৷ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)  শানদার পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷
advertisement
advertisement
দেখে নিন রবীন্দ্র জাদেজার কেক কেটে সেলিব্রেশনের ভিডিও
advertisement
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড করেছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের একদম বাইরে একটা কেক রাখা রয়েছে৷ রবীন্দ্র জাদেজা কেকে কাটার পরেই সব ক্রিকেটাররা ও কোচ রাহুল দ্রাবিড় সেই কেকের টুকরো ঝাঁপিয়ে পড়ে৷
advertisement
এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে , ‘‘ম্যান অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজাকে হাততালির সঙ্গে স্বাগত৷’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SL: কোহলির শততম ম্যাচে কেক কাটলেন রবীন্দ্র জাদেজা, তারপর যা হল, রইল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement