IND vs SA: সূর্য কি ভারতীয় দলে করবেন পরিবর্তন, ২ টি বদলের সম্ভবনা উড়িয়ে দিচ্ছে না থিঙ্কট্যাঙ্ক, এই ১১ কে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SA Probable Playing 11: হেরে চাপে থাকা অধিনায়ক বদল আনতে পারেন ভারতীয় ক্রিকেট দলে..
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচের তৃতীয় ম্যাচের আগে গভীর চিন্তায় অধিনায়ক সূর্যকুমার যাদব৷ ভারতীয় ক্রিকেট দল গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে, আর তারই জেরে আজ পরীক্ষামূলক পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া৷ সেক্ষেত্রে KKR-র ব্যাটার রমনদীপ সিংয়ের ভাগ্যে প্লেয়িং ইলেভেনের টিকিট কাটা হতে পারে৷
পাশাপাশি সুযোগ পেতে পারেন পেসার যশ দয়ালও৷ এই দুজনেই সুযোগ পেলে তা অভিষেক ম্যাচ হবে ভারতের জার্সি গায়ে৷ আসলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার ফ্লপ করেছে সেক্ষেত্রে কোনও পরিবর্তন এলে রমনদীপ সিং দলে জায়গা পেতে পারেন৷
প্রথম টি টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন শতরান করলেও দ্বিতীয় ম্যাচে তিনি ও অন্য ওপেনার অভিষেক শর্মা ফ্লপ৷ সঞ্জু শূন্য রান করেন এবং অভিষেক ৪ রান করে আউট হন৷ অভিষেক শর্মা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও সেভাবে দাগ কাটতে পারেননি এবার প্রোটিয়াদের বিরুদ্ধেও সেই ধারাই জারি৷
advertisement
advertisement
সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে দুই দলের সিরিজে কোন দল এগিয়ে যাবে তা ঠিক হবে৷ এই মুহূর্তে ১-১ সিরিজ রয়েছে৷ ভারত প্রথম ম্যাচ ৬১ রানে জিতেছে, আর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচ ৩ উইকেটে জিতেছে৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারত ১২৪ রান করার পর আয়োজকদের বেশ নাকাল করে ফেলেছিল৷ কেকেআরের বোলার বরুণ চক্রবর্তী ৫ উইকেট নিয়ে ম্যাচের দিশা বদলে দিয়েছিলেন৷ এক সময়ে দক্ষিণ আফ্রিকা ১৩ তম ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান করেছিল৷ ১৬ তম ওভারে ৭ উইকেটে ৮৬ রান করেছিল৷ অল্প রানের পুঁজি নিয়েও ভারত ম্যাচে নিজের দাপট বজায় রেখেছিল৷ ট্রিস্টন স্টবসের অপরাজিত ৪৭ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেয়৷
advertisement
এদিকে অধিনায়ক সূর্য কুমার যাদব ফর্মে ফিরুন পাশাপাশি রিঙ্কু সিংও নিজের জ্বলওয়া দেখান এটাই চাইছে থিঙ্ক ট্যাঙ্ক৷ পেসার আবেশ খানের পরিবর্ত যশ দয়ালকে খেলিয়ে দেখে নিতে পারে ম্যানেজমেন্ট৷
advertisement
সম্ভাব্য প্লেয়িং ইলেভেন
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, অক্ষর প্যাটেল/ রমনদীপ সিং, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই, আবেশ খান/ যশ দয়াল, বরুণ চক্রবর্তী
তৃতীয় টি টোয়েন্টিতে আবহাওয়ার মেজাজ
প্রথম দুই ম্যাচের সময়েও বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু মৌসম সেই সময়ে সঙ্গ দিয়েছিল৷ পুরো খেলার মজা নিয়েছিলেন দর্শকরা৷ দর্শকদের জন্য সুখবর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির সম্ভব খুব কম৷ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে ২০ শতাংশ মাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷
advertisement
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কেমন হবে পিচ
সেঞ্চুরিয়নের পিচে পেস ও বাউন্স দুটিই রয়েছে৷ এই ম্যাচে জোরে বোলাররা পিচ থেকে অনেকটা সুবিধা পাবেন৷ অতিরিক্ত বাউন্সের কারণে স্পিনাররা ব্যাটসম্যানদের বেশ বিপদে ফেলবেন৷ এই মাছে ১৪ ম্যাচের মধ্যে ৮ টি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট যাঁরা করেছেন তাঁরাই ম্যাচ জিতেছেন৷
ভারতীয় ক্রিকেট দল
advertisement
সূর্য কুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), রিঙ্কু সিং, তিলক ভর্মা, জিতেশ শর্মা (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয় কুমার বৈশাক, আভেশ খান, যশ দয়াল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2024 6:32 PM IST