Mohammed Shami 200: ‘বাংলার সুলতান’ বলে উচ্ছ্বসিত শাস্ত্রী, শামির প্রশংসায় রোহিত

Last Updated:

মহম্মদ শামির (Mohammed Shami) জন্য দক্ষিণ আফ্রিকা -র (Ind vs SA) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে তৃতীয় দিনের বিশেষ৷ তিনি পাঁচ উইকেট নিয়েছেন৷ টেস্ট ২০০ উইকেটের (Mohemmed Shami's 200 Wicket) মালিক হয়েছেন তিনি৷

 mohammad shami completes 200 test wickets ravi shastri,- Photo-AFP
mohammad shami completes 200 test wickets ravi shastri,- Photo-AFP
#মুম্বই: মহম্মদ শামির (Mohammed Shami) জন্য দক্ষিণ আফ্রিকা -র (Ind vs SA) বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে তৃতীয় দিনের বিশেষ৷ তিনি পাঁচ উইকেট নিয়েছেন৷ টেস্ট ২০০ উইকেটের (Mohemmed Shami's 200 Wicket) মালিক হয়েছেন তিনি৷ তিনি এই মামলায় আর অশ্বিনকে পিছনে ফেলে দিয়েছেন৷ তাঁর এই পারফরম্যান্সের প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ৷ তিনি ট্যুইট করে এই ক্রিকেটারের তারিফ করেছেন৷
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ট্যুইট করে বলেছেন, ‘‘শাবাস বাংলার সুলতান মহম্মদ শামি, দেখে মজা এসে গেল, বিরিয়ানি, দুই দিন বাদে মেহেনতের ফল৷ ভগবান খুশি রাখুন৷’’
advertisement
শাস্ত্রী ছাড়াও ভারতীয় ওয়ানডে আর টি টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) রয়েছেন৷ তিনিও মহম্মদ শামির (Mohammed Shami 200) শানদার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি ট্যুইট করে বলেছেন, ‘‘দুশো স্পেশাল নম্বর৷ ’’ রোহিত নিজে ওয়ানডে-তে তিনবার ২০০ রান করেছেন৷
advertisement
রোহিত ও হরভজন তারিফ করেছেন
রবি শাস্ত্রী (Ravi Shastri) ও রোহিত শর্মা  ছাড়াও সমস্ত ক্রিকেট থেকে সদ্য সদ্য রিটায়েরমেন্ট নেওয়া হরভজন সিং (Harbhajan Singh) শামির ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি ট্যুইট করে বলেছেন, ‘‘ওয়েল ডান মহম্মদ শামি ২০০ উইকেট (Mohemmed Shami 200) , দমদার বোলিং৷’’  প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ লিখেছেন, ‘‘মহম্মদ শামি দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড বোলার৷ ভাইকে হালকাভাবে নেবেন না৷ এই তো হেভি ড্রাইভার৷ শামি-বুমরাহ, অ্যান্ডারসন, কামিন্সের মতোই গুণী৷’’
advertisement
শামি ২০০ উইকেট (Mohammed Shami 200) নেওয়া ১১ ভারতীয়
advertisement
মহম্মদ শামি সেঞ্চুরিয়নে টেস্টের তৃতীয় দিনে শানদার বোলিং করেন৷ তিনি ৪৪ রান দিয়ে ৫ উইকেট নেন৷ শামি দ্বিতীয়বার প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বোলার হলেন৷  পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিক হওয়া ১১ তম বোলার হলেন৷ তাঁর স্ট্রাইক রেট ভারতের টেস্টে উইকেট নেওয়া অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) থেকে বেশি৷ কুম্বলের স্ট্রাইকরেট ৬৫.৯, কপিল দেবের ৬৩.৯ ৷ আর মহম্মদ শামি ৪৯.৪ স্ট্রাইকরেটে ২০০ উইকেটের মালিক হন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami 200: ‘বাংলার সুলতান’ বলে উচ্ছ্বসিত শাস্ত্রী, শামির প্রশংসায় রোহিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement