IND vs SA 1st test, Day 1: এনগিদির জোড়া ধাক্কা সামলে ভারতকে টানছেন রাহুল এবং বিরাট কোহলি

Last Updated:

IND vs SA Lungi Ngidi gets out Mayank Agarwal and Cheteshwar Pujara before tea. চা বিরতিতে দুই উইকেট হারালেও ভারতকে টানছেন রাহুল এবং বিরাট

চা বিরতিতে দুই উইকেট হারালেও ভারতকে টানছেন রাহুল এবং বিরাট
চা বিরতিতে দুই উইকেট হারালেও ভারতকে টানছেন রাহুল এবং বিরাট
ভারত - ১৫৭/২
চা বিরতি পর্যন্ত
#জোহান্সবার্গ: রাহুল-ময়াঙ্ক স্কোরবোর্ডে ১১৭ রান তোলার পর হঠাৎ করেই ছন্দপতন হল ভারতের। লুঙ্গি এনগিদির বলে ৬০ রানের মাথায় এলবিডব্লিউ হলেন আগারওয়াল। এরপর তিন নম্বরে এলেন চেতেশ্বর পূজারা। এই সিরিজটা তার কাছে বড় পরীক্ষার। দেখার ছিল পূজারা কী করেন। কিন্তু আবার ব্যর্থ হলেন তিনি। এই ওভারেই পরের বলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে গেলেন চেতেশ্বর। ফরওয়ার্ড শর্ট লেগে ক্যাচ দিয়ে। পিটারসেন বুদ্ধি করে ক্যাচ নিলেন।
advertisement
advertisement
চার নম্বরে এলেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক এই মাঠে ২০১৮ সালে অনবদ্য শতরান করেছিলেন। যদিও সেবার ভারত হেরে গিয়েছিল। সময় নিলেন। উইকেট এর সঙ্গে ধাতস্থ হলেন। অন্যদিকে কে এল রাহুল এগিয়ে চলেছেন। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে অসাধারণ ব্যাট করার পর, দক্ষিণ আফ্রিকায় রাহুলের দিকে তাকিয়ে আছে ভারত। প্রথম দিন চা বিরতির আগে পর্যন্ত এক কথায় সুযোগ দেননি কর্নাটকের ব্যাটসম্যান।
advertisement
জমাট ডিফেন্স এবং লুজ বলে শট খেলে ভারতের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। রবিবার বক্সিং ডে টেস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ভাগ্য সঙ্গ দিল। সাধারণত ক্যাপ্টেন কোহলির টস ভাগ্য ভাল নয়। বেশিরভাগ সময় হারতে হয়। কিন্তু আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। সেঞ্চুরিয়ান সুপারস্পোর্ট পার্কে দুই ওপেনার মায়ানক আগারওয়াল এবং কে এল রাহুল প্রথমটা দেখেশুনে শুরু করলেন।
advertisement
দুজনেই জানতেন দক্ষিণ আফ্রিকার উইকেটে প্রথম ১৫ ওভার মানিয়ে নিতে পারলে, উইকেটের গতি এবং বাউন্স একবার বুঝে নিতে পারলে, তারপর ব্যাটিং সহজ হয়ে যাবে। সেটাই করলেন দুজনে। রাবাডা, লুঙ্গি এনগিদি, বাঁহাতি পেসার মার্কোজেনসেন এবং চতুর্থ পেসার মুল্ডার নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করলেন ভারতীয় ওপেনারদের বিব্রত করার। মার্কোর বলে আগারওয়ালের ক্যাচ মিস করলেন ডি কক। রান তোলার ব্যাপারে এগিয়েছিলেন আগারওয়াল।
advertisement
তুলনায় রাহুল একটু ধরে ব্যাটিং করছিলেন। দুজনেই অফ স্টাম্পের বাইরে দেখেশুনে বল ছাড়ছিলেন। যত সময় গেল তত প্রভুত্ব বিস্তার করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। পিচ যে প্রচন্ড দ্রুতগতির ছিল এমন নয়। কিন্তু বল লেট মুভমেন্ট করছিল। যেকোনো টেস্ট ম্যাচ জিততে হলে প্রথম দিনের বিশেষ করে প্রথম সেশনের শুরুটা ভাল হওয়া দরকার। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত সেটা করে দেখিয়েছে ভারত।
advertisement
বিশেষ করে রাহুল-ময়াঙ্ক দীর্ঘদিনের বোঝাপড়া। ভারতীয় দল ছাড়াও কর্নাটকের হয়ে খেলার সুবাদে একে অপরকে গাইড করতে পারেন। খেলার প্রথম দু'ঘণ্টা দেখে যেটুকু বোঝা যাচ্ছে, ভারতীয় ব্যাটসম্যানরা নিজের থেকে ভুল না করলে প্রথম ইনিংসের পর আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে না ভারতকে। মোটামুটি ৫০০ রান তুলতে পারলেই দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যাবে। তাদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসি না থাকায় ব্যাটিং লাইনআপ আগের থেকে দুর্বল।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA 1st test, Day 1: এনগিদির জোড়া ধাক্কা সামলে ভারতকে টানছেন রাহুল এবং বিরাট কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement