Ind vs SA: ওমিক্রন বাড়লে সীমান্ত বন্ধ করে দিলে কী হবে ভারতীয় ক্রিকেটারদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্টের আগে কোভিড ১৯-র (Covid 19) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট নিয়ে জোর চিন্তা৷
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলবে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) প্রথম টেস্টের আগে কোভিড ১৯-র (Covid 19) ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট নিয়ে জোর চিন্তা৷ এমন পরিস্থিতি যে সফর চলাকালীন তা রদ হয়ে যেতে পারে৷ দক্ষিণ আফ্রিকা ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketer) গ্যারান্টি দিয়েছে যদি করোনার (Covid 19) কারণে সীমান্ত বন্ধ করে দেওয়া হয় তাহলে তাহলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে৷ দক্ষিণ আফ্রিকায় করোনার (Covid 19) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) পাওয়ার পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ ঘিরে আশঙ্কার মেঘ ঘনিয়েছিল৷ এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (CSA) সহমতিতে এই সিরিজ জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷
যদিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) সিরিজ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হচ্ছে এবং টি টোয়েন্টি সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছে৷ ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) সিরিজ পুনরায় ক্রীড়াসূচি তৈরি করা হয়৷ ১০ দিন বদলে গেছে৷ ফলে প্রথম ম্যাচ ১৭ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তার বদলে এখন সিরিজ ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে৷ ভারতীয় বোর্ডকে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে ভারতীয় ক্রিকেটারদের যদি হাসপাতালে ভর্তি হতে হয় কোনও কারণে তাহলে তাদের জন্য হাসপাতালের বেডও নিশ্চিত করা হবে৷
advertisement
আরও পড়ুন - Weather Update: পশ্চিমী ঝঞ্ঝা হাজির, বাংলাদেশে তৈরি Cyclone, ফের ভোলবদল Winter-র আবহাওয়ায়
advertisement
নিউজ ২৩ ডট কমে ক্রিকেট সাউথ আফ্রিকা চিকিৎসা আধিকারিক জানিয়েছেন, ‘‘যদি কেনও ক্রিকেটারকে কোনও কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে আমরা কিছু হাসপাতালের সঙ্গে কথা বলে রেখেছি যাঁরা হাসপাতালের বেডের গ্যারান্টি দিচ্ছে৷ ’’
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘‘যদি দেশে ফেরার আবশ্যকতা আর সীমা বন্ধ হয়ে যায় তাহলে সরকার গ্যারান্টি দিয়েছে ক্রিকেটার ও দল ভারতে ফিরে যাওয়ার অনুমতি দেবে৷’’
এদিকে তাঁরা অবশ্য এও জানিয়েছেন তাঁরা ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য সবকিছু করলেও দেশে ফেরানোর জন্য ভারতের যদি কোনও নতুন নিয়ম হয় তাহলে সেটা কীভাবে কী করা হবে তাতে তাদের কোনও হাত নেই৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2021 4:57 PM IST