IND vs SA: কেন টেস্টে এত খারাপ খেলছে ভারতীয় দল? আসল কারণ জানালেন অনিল কুম্বলে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: ভারতীয় টেস্ট দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে অভিজ্ঞ ব্যাটারদের একসঙ্গে অবসর এবং নিয়মিত পরিবর্তনকেই চিহ্নিত করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে।
ভারতীয় টেস্ট দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের কারণ হিসেবে অভিজ্ঞ ব্যাটারদের একসঙ্গে অবসর এবং নিয়মিত পরিবর্তনকেই চিহ্নিত করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তাঁর মতে, বিরাট কোহলি, রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারার টেস্ট অবসর, অজিঙ্কা রাহানের দল থেকে ছিটকে যাওয়া এবং অধিনায়ক শুভমান গিলের চোটজনিত অনুপস্থিতি—সব মিলিয়ে ব্যাটিং অর্ডারের স্থিতিশীলতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুম্বলে জানান, গত তিন থেকে চার বছরে ভারতের টেস্ট দলের শীর্ষ পাঁচ ব্যাটারের জায়গায় ব্যাপক পরিবর্তন এসেছে। অভিজ্ঞদের বিদায় এবং নতুনদের অবিচ্ছিন্ন সুযোগ না পাওয়ায় দলটি ছন্দ হারাচ্ছে বলে মত দেন তিনি। কোহলি ও রোহিতের মে মাসে অবসর, পূজারার আগস্টে বিদায় এবং রাহানের জুলাই ২০২৩ থেকে টেস্ট না খেলা—এই ধারাবাহিক পরিবর্তন ভারতীয় ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দিয়েছে।
advertisement
এছাড়া, ঘাড়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া শুভমান গিলের অনুপস্থিতিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন কুম্বলে। তাঁর মতে, গিলকে শুধু নেতৃত্বে নয়, বরং ব্যাটসম্যান হিসেবেও ভারত দারুণভাবে মিস করেছে। টপ অর্ডারে ধারাবাহিক ওপেনিং এবং স্থায়ী ব্যাটিং কম্বিনেশন না থাকার ফলে নতুন ব্যাটারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
advertisement
কুম্বলে জোর দিয়ে বলেন, ঘন ঘন পরিবর্তন খেলোয়াড়দের আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে এবং তাঁদের ব্যাটিংছন্দ নষ্ট করতে পারে। তিনি মনে করেন, নির্বাচিত ব্যাটারদের কমপক্ষে ছয় থেকে আট টেস্ট ধরে সুযোগ দিলে তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবে এবং ব্যাটিং অর্ডারেও ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে। কুম্বলের এই সমালোচনা নাম না করে যে গম্ভীরকেই বুঝিয়েছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: এবার গম্ভীরের সমালোচনায় সরব রবি শাস্ত্রী, বর্তমানকে বড় কথা বলে দিলেন প্রাক্তন কোচ
ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ও কোচ মনে করেন, সাম্প্রতিক ব্যর্থতায় হতাশা থাকলেও এখনই সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার সময় নয়। বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্থিতিশীলতা এবং তরুণ ব্যাটারদের প্রতি আস্থা রাখলেই ভারত আবারও টেস্ট ব্যাটিংয়ে শক্ত অবস্থানে ফিরে আসতে পারবে বলেই তাঁর মত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2025 8:54 AM IST

