IND vs SA: একা লড়াই করলেন হার্দিক, দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতের

Last Updated:

IND vs SA 2nd T20: দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করলেও বড় স্কোর করতে ব্যর্থ হল ভারতীয় দল। ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে মাত্র ১২৪ রানে আটকে গেল ভারতীয় দল। একা লড়াই করলেন হার্দিক পান্ডিয়া।

News18
News18
প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছিল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে দুশো পার রান করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করলেও বড় স্কোর করতে ব্যর্থ হল ভারতীয় দল। ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভারে মাত্র ১২৪ রানে আটকে গেল ভারতীয় দল। একা লড়াই করলেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন প্রোটিয়া বোলিং অ্যাটাক। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। গত ম্যাচে শতরান করলেও দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি সঞ্জু স্যামসন।
অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা কেউই বড় রান করতে পারেননি। কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন তিলক বর্মা ও অক্ষর প্যাটেল। তিলক বর্মা করেন ২০ রান ও অক্ষর প্যাটেল করেন ২৭ রান। ভারতীয় ব্যাটিং লাইনে একমাত্র হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথায় ব্যাটিং করে সম্মানজনক স্কোরে পৌছে দেন।
advertisement
advertisement
লাগাতার উইকেট হারানোক চাপ থাকায় স্লগ ওভারেও বেশি রান করতে পারেনি ভারতীয় দল। শেষ ওভারে আসে মাত্র ৬ রান। ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের পাঁচ বোলার ১টি করে উইকেট নেন।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: একা লড়াই করলেন হার্দিক, দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাটিং বিপর্যয় ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement