IND vs SA 2nd T20: কম পুঁজি নিয়ে ভারতের জোরদার লড়াই, ৫ উইকেট বরুণের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতল প্রোটিয়ারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd T20: প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে হার টিম ইন্ডিয়ার। পোর্ট এলিজাবেথে লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও হার ভারতের। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় ম্যাচে হার টিম ইন্ডিয়ার। পোর্ট এলিজাবেথে লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও হার ভারতের। সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ব্যাটারদের ব্যর্থতার দিনে সীমিত পুঁজি নিয়ে বোলাররা লড়াই করলেও শেষ রক্ষা হল না। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। বিফলে গেল বরুণ চক্রবর্তীর ৫ উইকেট।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল। গত ম্যাচে শতরান করলেও দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা কেউই বড় রান করচে পারেননি। ভারতের ব্যাটিং লাইনে একমাত্র লড়াই করেন হার্দিক পান্ডিয়া। ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া।
advertisement
রান তাড়া করতে নেমে পোর্ট এলিজাবেথের বোলিং সহায়ক উইকেটে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। একটা সময় ৮৭ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছিল প্রোটিয়াদের। কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী এদিন অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে একাই ৫ উইকেট নিলেও দেশকে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি।
advertisement
advertisement
ম্যাচে পার্থক্য গড়ে দেন ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েতজের পার্টনারশিপ। দলকে খাদের কিনারা থেকে শুধু উদ্ধার করা নয়, ৩৭ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ গড়েন দুই তরুণ তারকা। ৪৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৯ রানে অপরাজিত থাকেন জেরাল্ড কোয়েতজে। রুদ্ধশ্বাস ম্যাচে ৬ বল বাকি থাকতে জয় পায় প্রোটিয়ারা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2024 11:39 PM IST