Ind vs SA: থাকছে না বায়ো বাবলের কড়াকড়ি, দিল্লিতে বয়স্কদের বিশেষ সুবিধা, হাউসফুলের পথে ম্যাচ

Last Updated:

প্রথম টি-টোয়েন্টি – ৯ জুন, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি...

1st T20 tickets for first game in New Delhi almost sold out
1st T20 tickets for first game in New Delhi almost sold out
#নতুন দিল্লি:  ৯ জুন থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। করোনার কারণে দর্শকদের ওপর বিসিসিআই যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা এখন তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই সিরিজে পুরো দর্শক ধারণক্ষমতায় স্টেডিয়াম ভরে যাবে। শুরু হবে দিল্লি থেকেই। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ৩ বছর পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং তাই দর্শকদের মধ্যে এই টি টোয়েন্টি ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে৷  এই ম্যাচের ৯৪% টিকিট বিক্রি হয়েছে।
অরুণ জেটলি স্টেডিয়ামের ৩৫,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।  ডিডিসিএ-র  যুগ্ম সম্পাদক রাজন মানচন্দ বলেছেন, "ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-টোয়েন্টির ৯৪ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। এখন মাত্র ৪০০-৫০০ টিকেট বাকি  পড়ে রয়েছে। প্রায় ২৭,০০০ টিকেট বিক্রির জন্য রাখা হয়েছিল।"
advertisement
advertisement
মানচন্দ আরও বলেন, “প্রবীণ নাগরিকরা স্টেডিয়ামে প্রবেশের জন্য গলফ কার্ট ব্যবহার করতে পারেন। যদিও কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ডিডিসিএ দর্শকদের খাবার ও পানীয় ছাড়া সব সময় মাস্ক পরার অনুরোধ করেছে। আমাদের কর্মীদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। আমরা দর্শকদের কোভিড প্রোটোকল অনুসরণ করতে এবং সর্বদা মাস্ক পরতে অনুরোধ করছি।”
ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ টি টি-টোয়েন্টি সিরিজ বায়ো-বাবলে খেলা হবে না। গত দুই বছরে এই প্রথম ভারতে বায়ো-বাবল ছাড়াই কোনো সিরিজ খেলা হবে। এর আগে, আইপিএল ২০২২ এ  বায়ো বাবলের নিয়ম বজায় রাখা হয়েছিল৷  খেলা হয়েছিল এবং লিগের ম্যাচগুলির সময়ে স্টেডিয়ামে দর্শকদের সংখ্যাও সীমিত ছিল। তবে প্লে-অফ ম্যাচের সময় এই কড়াকড়ি অনেক কমিয়ে দেওয়া হয়৷  যে কারণে আহমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল  ফাইনালে  গুজরাত বনাম রাজস্থান ম্যাচে  মাঠে  প্রায় ১ লক্ষ দর্শক উপস্থিত ছিলেন৷
advertisement
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের সম্পূর্ণ ফিক্সচার
প্রথম টি-টোয়েন্টি – ৯ জুন, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
দ্বিতীয়  টি-টোয়েন্টি - ১২ জুন, বারবাটি স্টেডিয়াম, কটক
তৃতীয়  টি-টোয়েন্টি – VDCA ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম
চতুর্থ টি-টোয়েন্টি – সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট
পঞ্চম টি-টোয়েন্টি - এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SA: থাকছে না বায়ো বাবলের কড়াকড়ি, দিল্লিতে বয়স্কদের বিশেষ সুবিধা, হাউসফুলের পথে ম্যাচ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement