Home » Photo » north-bengal » West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা ‘এই’ জেলাগুলিতে, দুপুরবেলায় রাস্তায় না বেরনোর পরামর্শ

West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা ‘এই’ জেলাগুলিতে, দুপুরবেলায় রাস্তায় না বেরনোর পরামর্শ

থমকে আছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের  আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোন সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে সোমবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্?