Ind vs Pak: সামনে প্রতিপক্ষ পাকিস্তান, তাও মেগা ম্যাচের আগে নিজের দলের স্ট্র্যাটেজি একেবারে ফাঁস
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: রোহিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তিনি বলে দেন যে তিনি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে ফ্লেক্সিবিলিটি আনতে চান।
নিউইয়র্ক: আর কয়েক ঘণ্টা৷ তারপরেই রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ম্যাচ৷ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মুখ দিয়ে মেগা স্ট্র্যাটেজি ফাঁস৷ রোহিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তিনি বলে দেন যে তিনি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে ফ্লেক্সিবিলিটি আনতে চান।
ঋষভ পন্থকে কেন বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হচ্ছে তাও জানিয়েছেন তিনি। রোহিত বলেছিলেন যে তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের জার্সিতে পন্থকে তিন নম্বরে ব্যাট করতে দেখেছেন, তাই তিনি পন্থকে বিশ্বকাপেও এই পজিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
📸 𝗣𝗿𝗲𝗽𝘀 𝗜𝗻 𝗙𝘂𝗹𝗹 𝗦𝘄𝗶𝗻𝗴!👌 👌#TeamIndia gearing up for the #INDvPAK clash in New York 👍 👍#T20WorldCup pic.twitter.com/V9Q3qjsFEa
— BCCI (@BCCI) June 8, 2024
advertisement
advertisement
— BCCI (@BCCI) June 8, 2024
নিউইয়র্কের পিচগুলো চ্যালেঞ্জিং বলে মেনে নিয়েছেন রোহিত। তিনি বলেন, এই উইকেট চ্যালেঞ্জিং। এমনকি কিউরেটররাও সঠিকভাবে জানতেন না যে পিচ কেমন হবে।
advertisement
—- Polls module would be displayed here —-
রোহিত শর্মা ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, ‘আমি কিছু আইপিএল ম্যাচে ঋষভ পন্থকে তিন নম্বরে ব্যাট করতে দেখেছি। তখনই ভাবলাম। এটা শুধু ব্যাটিং -র ব্যাপার। পন্থের পাল্টা আক্রমণের দক্ষতা আমাদের কাজে লাগবে। এ কারণে বাইরে বসতে হয়েছে যশস্বী জয়সওয়ালকে।’’
advertisement
আইপিএলের মাধ্যমে প্রায় ১৪ মাস পর ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর, তাঁকে আইপিএলের ১৭ তম সংস্করণে দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্ব করতে দেখা গেছে।
এই সময়ের মধ্যে, তিনি অনেক ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে এসেছেন রোহিত শর্মা আরও বলেছেন ‘যে ওপেনার ছাড়া দলে কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নেই। সুপার ওভার না হলে, আমরা এতে ফ্লেক্সিবিলিটি রাখতে চাই।’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2024 12:17 AM IST