IND vs PAK: মোট ৫টি ক্যাচ ফেলার খেসারত! ভারতকে ১৭২ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবি ঘটেছিল পাকিস্তানের। সেই ভুল থেকে কিছুটা শিক্ষা নিল সালমন আলি আঘার দল। সুপার ফোরের ম্যাচে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান।
দুবাই: গ্রুপ পর্বের ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবি ঘটেছিল পাকিস্তানের। সেই ভুল থেকে কিছুটা শিক্ষা নিল সালমন আলি আঘার দল। সুপার ফোরের ম্যাচে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান। যদিও তার পিছনে কিছুটা অবদান রয়েছে ভারতের খারাপ ফিল্ডিংয়ের। মোট ৫টি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডার। একাধিক জীবনদান পেয়ে পাক ইনিংসে ৫৮ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন সাহিবজাদা ফরহান। ভারতের সামনে জয়ের টার্গেট ১৭২।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। কিন্তু এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে পাকিস্তান ব্যাটাররা। দলকে ভাল শুরু দেন সাহিবজাদা ফারহান ও ফখর জমান। যদিও ফখর জমান বড় রান পাননি। ১৫ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হন তিনি। এরপর ফারহান ও সাইম আয়ূব মিলে দলকে মজবুত ভিত গড়ে দেন। ৭২ রানের পার্টনারশিপ করেন দুজনে। অর্ধশতরান করেন ফারহান। যদিও ভারতীয় দল এদিন খারাপ ফিল্ডিং করেন। ফারহান ৩টি ক্যাচ মিস হয়।
advertisement
দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ ভাঙার পর ভারতীয় দল ফের ম্যাচে ফেরে। ভারতের প্রথম সারির বোলাররা যেখানে ব্যর্থ হচ্ছিলেন উইকেট নিতে, তখন সূর্যকুমার যাদবের গ্যাম্বেল কাজ করে যায়। ভারতকে সাফল্য এনে দেন শিবম দুবে। ২১ রানে সাজঘরে ফেরান সাইম আয়ূবকে। এরপর নিয়মিত ব্যবধানে আরও দুটি উইকেট হারায় পাকিস্তান। রানের গতিবেগ অনেকটাই কমে যায়।
advertisement
advertisement
১০ রান করে কুলদীপ যাদবের শিকার হন হুসেইন তালাত। এরপর সেট ব্যাটার সাহিবজাদা ফারহানকে ৫৮ রানে আউট করেন শিবম দুবে। শেষের দিকে কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা করেন সলমন আলি আঘা ও মহম্মদ নওয়াজ। জুটিতে ৩৪ রান যোগ করে ব্যক্তিগত ২১ রানে রান আউট হন নওয়াজ। শেষের দিকেও আরও ২টি ক্যাচ ফেলে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। সলমন আলা আঘা ১৭ ও ফাহিম আশরাফ ২০ রানে অপরাজিত থাকেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 10:03 PM IST