Ind vs Pak: India-র বিরুদ্ধে ম্যাচ জেতানো Pak ক্রিকেটার বলছেন শাহিন এখনও শিখছেন আর অ্যাডভানটেজ ভারত!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পারদ চড়ছে৷
#কলকাতা: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পারদ চড়ছে৷ এই মেগা ম্যাচ ঘিরে দুই দলের প্রস্তুতি তুঙ্গে৷ বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলেই নিজের নিজের মত দেওয়া শুরু করেছেন৷ এর মধ্যেই হঠাৎ পাকিস্তানি ক্রিকেটারের মুখ থেকে এ কীরকম কথা এল ৷ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কাণ্ডারি মহম্মদ আমির বলে দিচ্ছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও শাহিন আফ্রিদির (Saheen Afridi) মধ্যে তুলনা করার কোনও প্রয়োজন নেই৷
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup) এ ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ৷ মহম্মদ আমির (Mohammed Amir) বলে দিয়েছেন ভারতকে টক্কর দেওয়ার ক্ষমতা সেরকম কতটা কার্যকরী হবে তা বোঝা যাচ্ছে না৷ তাঁর মতে শাহিন আফ্রিদি এখনও শিখছেন৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে নজর থাকবে বিরাট কোহলি ও বাবর আজমের দিকে৷ নজর থাকবে রোহিত শর্মার দিকে৷ তেমনিই বোলারদের মধ্যে নজর থাকবে ভারতের জসপ্রীত বুমরাহ ও শাহিন আফ্রিদির দিকেও৷ তবে তাঁদের মধ্যে তুলনা করা উচিত নয়৷
advertisement
advertisement
একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে এইরকম সত্যি কথা বলে দিয়েছেন পাকিস্তানের এই তারকা৷ তাঁর মতে দুটি ক্রিকেটারের মধ্যে তুলনা করা একেবারে অনুচিত৷ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহি৷ তিনি জানিয়েছেন এই পিচের মান খুবই ক্রিকেটের সহায়ক৷
advertisement
আমিরের মত অনুসারে ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য স্পিন আক্রমণ রয়েছে৷ তিনি বলেছেন, ‘‘ভারতের কাছে অ্যাডভানটেজ রয়েছে, জাদেজা, অশ্বিন এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিনার রয়েছে৷ যাঁরা আইপিএলে ভালো পারফরম্যান্স করেছে৷ ’’ ভারত ও পাকিস্তান দল এখনও অবধি টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে তার মধ্যে পাঁচবারই ভারত জিতেছে৷ অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অঙ্কের বিচারে ভারত অনেকটাই অ্যাডভানটেজ৷
advertisement
আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
পাকিস্তান ক্রিকেটাররা অবশ্য এই পরিসংখ্যান মাথায় রেখে মেগা ম্যাচে মাঠে নামবেন না৷ মাঠে নামবে ভারতও ৷ তারাও জানে এই ম্যাচে আগের পরিসংখ্যান কোনও কাজে আসে না৷ সেই দিনে যে দল ভালো পারফর্ম করবে সেই জিতবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 12:36 PM IST