IND vs NZ: কিউই পেসারদের সামনে আত্মসমর্পণ টিম ইন্ডিয়ার, সাড়ে তিন দিনেই টেস্ট জিতল নিউজিল্যান্ড
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সাতটা টেস্ট জিতেই ওয়েলিংটনে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু সাড়ে তিন দিনেই শেষ প্রথম টেস্ট ৷
ভারত: ১৬৫ ও ১৯১
নিউজিল্যান্ড: ৩৪৮ ও ৯/০ (১.৪ ওভার, টার্গেট-৯ রান)
১০ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
#ওয়েলিংটন: বেসিন রিজার্ভেই থামল কোহলি ব্রিগেডের অশ্বমেধের ঘোড়া ৷ সাতটা টেস্ট জিতেই ওয়েলিংটনে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু সাড়ে তিন দিনেই শেষ প্রথম টেস্ট ৷ ১০ উইকেটে ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড ৷ জেতার জন্য ৯ রানের টার্গেট তাড়া করতে নেমে কিউইদের লাগল মাত্র ১০টা বল ৷
advertisement
advertisement
ওয়েলিংটনে খারাপ বোলিং এবং ততোধিক লজ্জার ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল সাত টেস্ট জেতা কোহলিদের অশ্বমেধের ঘোড়া। ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে ১০০তম টেস্ট ম্যাচ জিতল নিউজিল্যান্ড, সিরিজে তারা এগিয়ে গেল ১-০-তে।
It took 🇳🇿 just overs to capture India's last six wickets on the fourth day.#NZvIND Report https://t.co/mQTyvjjj7D
— ICC (@ICC) February 24, 2020
advertisement
আজ, সোমবার চতুর্থ দিনের খেলা শুরুর সময় নিউজিল্যান্ডের চেয়ে ৩৯ রানে পিছিয়ে ছিল ভারত ৷ কিন্তু হাতে ছিল ৬ উইকেট ৷ ভারতীয় ব্যাটসম্যানরা যে কিউই পেসারদের সামনে এত তাড়াতাড়ি আত্মসমর্পন করবেন, তা কেউ আন্দাজও করতে পারেননি ৷ রাহানে (২৯), বিহারি (২৫), অশ্বিন (৪), ইশান্ত (১২), বুমরাহ (০) প্রত্যকেই ব্যর্থ ৷ ১৯১ রানেই শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস ৷
advertisement
দিনের শুরুতেই বোল্টের বলে ফেরেন রাহানে। স্কোরবোর্ডে এক রান না বাড়িয়েই পরের ওভারেই ফেরেন হনুমা বিহারী। এর পর শুধুমাত্র আসা যাওয়ার পালা। ঋদ্ধিমানের জায়গায় দলে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করলেন ২৫ রান ৷ এই ইনিংসে ৫ উইকেট এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন টিম সাউদি ৷ আগামী ২৯ তারিখ সিরিজের দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে খেলতে নামবে কোহলি ব্রিগেড ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2020 10:14 AM IST