Ind vs NZ: রাঁচিতে পিচের খবর, আবহাওয়ার মারপ্যাঁচ কেমন হবে, মাঠে হাজির হবে সব দর্শক

Last Updated:

ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হবে রাঁচির (Ranchi) জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে৷

Ind vs NZ: 2nd T20  toss will be important factor
Ind vs NZ: 2nd T20 toss will be important factor
#রাঁচি: ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand)  মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি (T20) ম্যাচ খেলা হবে রাঁচির (Ranchi) জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে৷ জয়পুরে ফুল হাউস হওয়ার পর এবার রাঁচির স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি মিলেছে৷ রাজ্য সরকার একশ শতাংশ দর্শক নিয়ে মাঠে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে৷ তবে যাঁরা মাঠে আসবে তাঁদের দুটি কোভিড টিকার সার্টিফিকেট আনতে হবে বা আরটিপিসিআর টেস্ট নেগেটিভ দেখাতে হবে৷ এই রিপোর্ট থাকলে তবেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে৷
সহায় জানিয়েছে, ‘‘রাজ্য সরকার একশ শতাংশ উপস্থিতির অনুমতি দিয়েছে৷ আর আমরা আশা করছি লম্বা সময়ের পর স্টেডিয়াম পুরো ভরে যাবে৷ খাওয়াদাওয়ার জিনিস পাওয়া যাবে৷ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে৷ ’’
advertisement
advertisement
তিনি বলেছেন, ‘‘মানুষজন ২ বছর ধরে লকডাউনে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে৷ এই ম্যাচ নিয়ে মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে৷ ফের রাস্তায় লোক বেরোবে৷ ’’ তিনি এও জানিয়েছেন, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে করোনা প্রোটোকল পুরোপুরি পালন করা হবে৷
advertisement
তিনি আরও জানিয়েছেন , ‘‘জায়গায় জায়গায় পরীক্ষা করা হবে, দর্শকদের ততবার নিজেদের দুটো টিকা দেওয়ার কিম্বা ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে৷ ’’ প্রায় ৩৯ হাজার দর্শকাসন যুক্ত স্টেডিয়ামে টিকিট ৯০০ টাকা থেকে ৯০০০ টাকার টিকিট বিক্রি হয়েছে৷ অনলাইনে তা বিক্রি হয়ে গেছে৷ সহায় জানিয়েছেন, ‘‘আমাদের কাছে ৮০ টি টিকিট এখনও রয়েছে৷ যা এমার্জেন্সি কোটায় ছাড়া হবে৷’’যা বিক্রি হবে না৷
advertisement
রাঁচি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শহর৷ কিন্তু তিনি ম্যাচ দেখতে আসবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি৷ সহায় জানিয়েছেন, ‘‘ধোনি এখানেই রয়েছেন, আজও এখানে টেনিস কোর্টে টেনিস খেলা হবে৷ আমরা বলতে পারছি না উনি ম্যাচ দেখতে আসবেন কিনা৷’’
পিচের মুখ্য কিউরেটর শ্যাম বাহাদুপ সিংহ বলেছেন, ‘‘সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রচুর শিশির পড়বে, যাতে টস বড় ভূমিকা নেবে৷ সাধারণভাবে ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যানরা ভালো খেলবেন৷ শেষবার এই মাঠে জুলাই মাসে ঝাড়খণ্ড প্রদেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়েছে৷’’
advertisement
রাঁচিতে হালকা ঠাণ্ডা পড়ে গেছে, তাই হালকা কুয়াশার মতো থাকতে হবে৷ বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷ আর্দ্রতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে যাবে৷ হাওয়ার গতি ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে৷ দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ শিশির বড় ফ্যাক্টর৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs NZ: রাঁচিতে পিচের খবর, আবহাওয়ার মারপ্যাঁচ কেমন হবে, মাঠে হাজির হবে সব দর্শক
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement