Ind vs Nz 1st T-20 live score: নিউ জিল্যান্ড ১৬৪, রোহিত-দ্রাবিড় জুটিকে চ্যালেঞ্জের মুখে ফেলল কিউয়িরা

Last Updated:

Ind vs Nz 1st T-20 live score: টি-২০ বিশ্বকাপ খুইয়ে ভারতে নিউ জিল্যান্ড। ভারতীয় পেসারদের পিটিয়ে যেন গায়ের ঝাল ঝাড়লেন গাপ্তিলরা

#জয়পুর: রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা আজ প্রথম পরীক্ষায়। ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের অবসান হয়েছে। ছোট ফরম্যাট-এর ক্রিকেটে ক্যাপ্টেন বিরাট কোহলির পর্ব শেষ। এবার নতুন অধ্যায়ে রোহিত শর্মার দিন শুরু। সেইসঙ্গে কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের সময়ও শুরু আজ থেকে। দ্রাবিড়, যাঁর উপর ভারতীয় ক্রিকেট সমর্থকদের অগাধ আস্থা। যাঁর উপর চোখ বুজে ভরসা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রবি শাস্ত্রীর বদলে রাহুল দ্রাবিড়কে কেন ভারতীয় দলের কোচ করা হচ্ছে না, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত।
রবি শাস্ত্রী এখন অতীত। বর্তমান রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি এখন পুরনো অধ্যায়। নতুন পর্বে রোহিত শর্মা। তবে একটা ব্যাপারে এখনও সেই পুরনো ঘরানাই চলছে। যে কোনও মঞ্চে ভারতের সামনে বড় কাঁটা হয়ে দাঁড়ায় নিউ জিল্যান্ড। ৫০ ওভারের বিশ্বকাপ, তার পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সব শেষে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব। বারবার নিউ জিল্য়ান্ডের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ভারতের বিশ্বখ্যাত টিম। কেন এমন হয়! সোজা ভাষায় উত্তর দিলে বলতে হবে, নিউ জিল্যান্ড যে কোনও বিভাগে ভারতীয় দলকে টেক্কা দিয়ে যায়। কোচ, ক্যাপ্টেন- যাই বদলাক, এই পরিস্থিতির বদল হচ্ছে না কিছুতেই। আজ কি হবে?
advertisement
আরও পড়ুন- ক্যাপ্টেন হয়ে টস জিতলেন রোহিত, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ভেঙ্কটেশ আইয়ারের
জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে দর্শকদের মনোরঞ্জনের অভাব হল না। করোনা পর্ব কাটিয়ে দর্শকরা ফিরেছেন মাঠে। মনোরঞ্জন ভরপুর না হলে তো মুশকিল। জয়পুরের উইকেট তাই ব্যাটারদের জন্যই বানিয়ে দিলেন কিউরেটর। সেখানে পেসারদের হাতে কিছু থাকল না। বল সুইং করল না। সোজা এল ব্যাটে। ফলে মহম্মদ সিরাজ, দীপক চাহারদের মন খুলে খেলে দিলেন মার্টিন গাপ্তিলরা। মার্ক চ্যাপম্যান খেলে দিলেন ৫০ বলে ৬৩ রানের ইনিংস। ওপেনার ড্যারিল মিচেলকে শুরুতেই তুলে নিয়েছিলেন ভুবি। তবে তাতে কোনও লাভ হল না। গাপ্তিল করলেন ৭০।
advertisement
advertisement
টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কাপ খুইয়েছে নিউ জিল্যান্ড। সেই ক্ষত হয়তো এখনও দগদগে রয়েছে। তবে ভারতের সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের জনপ্রিয় ক্যাপ্টেনকেন উইলিয়ামসন নেই। তবে তাঁর অভাব বুঝতে দিলেন না কিউয়ি ব্যাটাররা। শেষ পর্যন্ত ভারতের সামনে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখলেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Nz 1st T-20 live score: নিউ জিল্যান্ড ১৬৪, রোহিত-দ্রাবিড় জুটিকে চ্যালেঞ্জের মুখে ফেলল কিউয়িরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement