IND vs ENG: গম্ভীর-আগরকর কোনও কারণ ছাড়াই দল থেকে দিয়েছেন বাদ! সেই ব্যাটারই পিটিয়ে ছাতু করল বুমরাহ-জাদেজাদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG:তাঁর বিরুদ্ধে বারবার উঠেছে বঞ্চনার অভিযোগ। ঘরোয়া ক্রিকেটে ভুরি-ভুরি রান করেও জাতীয় দলে যথার্থভাবে পাননি সুযোগ। ফের একবার বঞ্চনার জবাব দিলেন তিনি।
তাঁর বিরুদ্ধে বারবার উঠেছে বঞ্চনার অভিযোগ। ঘরোয়া ক্রিকেটে ভুরি-ভুরি রান করেও জাতীয় দলে যথার্থভাবে পাননি সুযোগ। সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করলেও বিদেশ সফরে বসে থাকতে হয়েছে বেঞ্চেই। পরীক্ষিত না হয়েই আরও এক বিদেশ সফরে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। লড়াই-সংগ্রাম-বঞ্চনার যেন আরেক নাম হয়ে উঠেছেন সরফরাজ খান।
ভারতীয় ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সরফরাজ খান। ইংল্যান্ডে চলমান ইন্ট্রা-স্কোয়াড ম্যাচে জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে ফের একবার তিনি নিজের সামর্থ্যের জোরালো প্রমাণ রেখেছেন। এরপর তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছেড়ে যান, যাতে অন্যান্য ব্যাটসম্যানরাও ব্যাট করার সুযোগ পান।
নির্বাচকরা বারবার তাকে মূল টেস্ট দলে উপেক্ষা করে আসছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন পড়তে পারে। শুধু নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচে সরফরাজ খান ভাল পারফর্ম করেছেন এমনটা নয়। এর আগে ‘ইন্ডিয়া এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচেও তিনি ৯২ রানের ইনিংস খেলেছিলেন, যেটিও ছিল যথেষ্ট চোখে পড়ার মতো।
advertisement
advertisement
📸 📸 In Pics
Day 2 of the Intra-squad Game in Beckenham
Just a few blokes enjoying a game of red-ball cricket 🏏 pic.twitter.com/rDqbXEaWRv
— BCCI (@BCCI) June 14, 2025
আরও পড়ুনঃ IND vs ENG: বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটার পেয়ে গেল ভারত! ১৩৪ বলে খেললেন ৩২৭ রানের ইনিংস
advertisement
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যস্ত। এর অংশ হিসেবে দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলছেন। এতে ভারতীয় মূল দলের পাশাপাশি ‘ইন্ডিয়া এ’ দলের ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। এই ম্যাচে ভালো পারফর্ম করে কেউ কেউ কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগারকরের নজরে পড়ার চেষ্টা করছেন। সরফরাজের এই সেঞ্চুরি শুধু আত্মবিশ্বাসই বাড়ায়নি, বরং নির্বাচকদের সামনে নতুন করে এক প্রশ্নও তুলেছে—একজন ধারাবাহিক পারফর্মারকে উপেক্ষা করাটা ন্যায্য ছিল কিনা?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 2:45 PM IST