Virat Kohli: 'ইংল্যান্ড সফরে কোহলিকেই অধিনায়ক করা উচিত ছিল', প্রিয় শিষ্যকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তার মতামত জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিরাট কোহলিকে নিয়ে।
ইংল্যান্ড সফর থেকে নতুন টেস্ট অধিনায়র পেতে চলেছে টিম ইন্ডিয়া। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত টেস্ট দলে নেতৃত্ব দেওয়া পর রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার কিছুদিন পরেই বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। জসপ্রীত বুমরাহ এবং শুভমান গিল এখন নতুন অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় দাবিদার।
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তার মতামত জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত বিরাট কোহলিকে নিয়ে। স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন,ইংল্যান্ড সফরে দলের নেতৃত্ব বিরাটেরই দেওয়া উচিত ছিল। তিনি জানান, বিরাটের এখনও দুই বছর টেস্ট ক্রিকেট খেলার মতো সামর্থ্য ছিল।
শাস্ত্রী বলেন, “আমি নিশ্চিত বিরাটের এখনও টেস্ট ক্রিকেট খেলার মতো অন্তত দুই বছর ছিল। এই গ্রীষ্মে ইংল্যান্ডে ওকে দেখতে চাইতাম। ওর হাতে অধিনায়কত্ব দিলে খারাপ হত না। তবে ও-ই সেরা জানে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে। মানসিক ক্লান্তি ওকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে আমার মনে হয়। কারণ শারীরিকভাবে ও দলের যে কোনও খেলোয়াড়ের মতোই ফিট ছিল। ও নিজেই নিজের শরীরের কথা জানে, কিন্তু মানসিক দিকটাই বড় ভূমিকা নিয়েছে। আমি মনে করি বার্নআউটই এর মূল কারণ হতে পারে, এই কঠিন সময়ে ওর কেরিয়ার থেমে যাওয়ার পিছনে।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, “ও এখনও ভারতের হয়ে ওয়ানডে খেলছে, তবে আমি জানি বিরাট যখন ক্রিকেট ছাড়বে, একেবারে ছেড়েই দেবে। ওর স্বভাবই এমন — না কোচ হবে, না সম্প্রচার মাধ্যমে কাজ করবে। ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট ম্যাচে ওকে মিস করব। ও ছিল একজন চ্যাম্পিয়ন, এবং আমি ওকে সে ভাবেই মনে রাখতে চাই। এক ইঞ্চি জমিও ছেড়ে না দেওয়া এক যোদ্ধা।”
advertisement
উল্লেখ্য, ২০১৮ ও ২০২১ সালের ইংল্যান্ড সফরে বিরাট ও রবি শাস্ত্রী ছিলেন যথাক্রমে অধিনায়ক ও কোচ। ২০১৮ সালের সিরিজ ভারত ৪-১ ব্যবধানে হেরে যায়। ২০২১ সালের সিরিজে ভারত ২-১ এগিয়ে ছিল, কিন্তু পঞ্চম টেস্ট বাতিল হয়ে যায়। পরে ২০২২ সালে সেই বাতিল ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে জসপ্রীত বুমরাহ অধিনায়কত্ব করেন এবং রাহুল দ্রাবিড় ছিলেন কোচ। সেই ম্যাচে ভারত হেরে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 1:56 PM IST