কেরিয়ারে নতুন ইনিংস! ঝাড়খণ্ড ক্রিকেটার সংস্থার সচিব হলেন এই সৌরভ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jharkhand Cricket Association: ধোনির মতই ঝাড়খন্ডের ক্রিকেটার ছিলেন সৌরভ তিওয়ারি। তাই অল্প সময়েই লাইমলাইটে চলে এসেছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ক্রিকেট প্রশাসক হলেন সৌরভ।
সৌরভ তিওয়ারি। ধোনির মত লম্বা চুল, মারকাটারি ব্যাটিং, উইকেটকিপার-ব্যাটার ছিলেন তিনি। আইপিএলে শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মারকাটারি ব্যাটিং করে শিরোনামেও এসেছিলেন তিনি। এক সময় ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় ধোনিও বলা হয়েছিল। ভারতীয় দলের হয়ে সীমিত ম্যাচ খেললেও কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। তবে এবার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সৌরভ তিওয়ারি।
ধোনির মতই ঝাড়খন্ডের ক্রিকেটার ছিলেন সৌরভ তিওয়ারি। তাই অল্প সময়েই লাইমলাইটে চলে এসেছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার ক্রিকেট প্রশাসক হলেন সৌরভ। ঝাড়খণ্ড ক্রিকেটার সংস্থার নতুন সচিব হলেন এই সৌরভ তিওয়ারি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়িয়েছিলেন সৌরভ তিওয়ারি ও দেশের হয়ে টেস্ট খেলা বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ নাদিম। সৌরভ সচিব হওয়ার পাশাপাশি যুগ্মসচিব হলেন শাহবাজ নাদিম।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতীয় দলের হয়ে মাত্র ৩টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ তিওয়ারি। মোট রান করেছেন ৪৯। সর্বোচ্চ স্কোর ৩৭। তবে আইপিলে বেশ কিছু বছর খেলেছেন সৌরভ তিওয়রি। ৯৩টি ম্যাচ খেলেছেন তিনি। ১৪৯৪ রান করেছেন সৌরভ। আটটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আইপিএলে সৌরভ তিওয়ারির সর্বোচ্চ স্কোর ৬১।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 1:17 PM IST