IND vs ENG: ৪৪০০০ কিমি ঘুরেও দলে হয়নি জায়গা! এমন ভাগ্য যেন কোনও ভারতীয় ক্রিকেটারের না হয়! এখনও সুযোগের অপেক্ষা!

Last Updated:

IND vs ENG: বলা হয়ে থাকে, সময় ঘুরে ফিরে মানুষকে আবার সেই জায়গাতেই নিয়ে আসে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। ভারতীয় দলের ক্ষেত্রেও এক খেলোয়াড়ের এমনই গল্প।

News18
News18
বলা হয়ে থাকে, সময় ঘুরে ফিরে মানুষকে আবার সেই জায়গাতেই নিয়ে আসে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। ভারতীয় দলের ক্ষেত্রেও এক খেলোয়াড়ের এমনই গল্প। চার বছর আগে ইংল্যান্ড সফরে শুরু হয়েছিল তাঁর পথচলা। আর সময় তাকে ফিরিয়ে এনেছে ইংল্যান্ডেই। এই চার বছরে অনেক কিছু বদলালেও, একটি বিষয় ঠিক আগের মতোই রয়ে গেছে। তিনি এখনো এখনও জাতীয় দলের হয়ে অভিষেক করতে পারেননি।
তবে এবার ইংল্যান্ড সফরে আশাবাদী হওয়া যায় যে, তার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। অপেক্ষার অবসান ঘটবে ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে ভাল পারফর্ম করে আসা সেই ক্রিকেটারের। অবশেষে জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্নপূরণ হবে তাঁর। এখানে আমরা কথা বলছি বাংলার তারকা ব্যাটার অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে। যিনি ৪ বছর ধরে ভারতীয় দলে একজন ‘পর্যটক’ হয়ে উঠেছেন।
advertisement
বাংলার এই ওপেনার ঘরোয়া ক্রিকেটে বরাবরই নির্ভরযোগ্য নাম। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও, বহুবার ভারতীয় দলের সফরে তিনি থেকেছেন। ২০২১ সালে ইংল্যান্ড সফরের সময় তাকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছিল। ২০২২ সালে বাংলাদেশ সফরে রোহিত শর্মা চোট পেলে তার একাদশে সুযোগ পাওয়ার কথা উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে খেলানো হয়নি। ২০২৪ সালের অস্ট্রেলিয়া সফরেও তিনি দলে ছিলেন, কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রায় ৪৪ হাজার কিমি তিনি ভারতীয় দলের সঙ্গে ঘুরে ফেলেছেন।
advertisement
advertisement
সম্প্রতি, ২০২৫ সালের জুনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ৮০ রানের একটি দারুণ ইনিংস খেলেন তিনি। যা তার ফর্ম ও দক্ষতার প্রমাণ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—তিনি কি এবার শুভমান গিল ও গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করতে পারবেন? প্রতি বছরই অভিমন্যু সুযোগের কাছাকাছি আসেন, কিন্তু কখনও রবি শাস্ত্রী-বিরাট কোহলির যুগে উপেক্ষিত হন, আবার কখনও রোহিত-দ্রাবিড় যুগে। তবে এবার তিনি তার সুযোগ পাওয়া উচিত। তার ব্যাটিং কৌশল ও ধৈর্য টেস্ট ফরম্যাটের জন্য যথোপযুক্ত। প্রথম টেস্টে একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন।
advertisement
অভিমন্যু ঈশ্বরণ এই দলে এমন একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান যিনি আইপিএল বা টি-টোয়েন্টি খেলেন না। তিনি ওই সময়টা পুরোটাই ইংল্যান্ড সফরের প্রস্তুতিতে ব্যয় করেছেন। লাল বলের ক্রিকেটে তার রেকর্ড বর্তমান দলে থাকা যেকোনো ব্যাটসম্যানের চেয়ে ভালো। ফলে ওপেনিং হোক আর তিন নম্বর ব্যাটিং পজিশন, তিনি অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
advertisement
তিনি এখন পর্যন্ত ১০৩টি প্রথম-শ্রেণির ম্যাচে ৪৮-এর বেশি গড়ে রান করেছেন। ঝুলিতে রয়েছে ২৭টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি। ১৬ বার তিনি অপরাজিত থেকেছেন। ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে টানা চারটি শতরান করে নজর কেড়েছেন। এছাড়া ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াতেও দারুণ পারফর্ম করেছেন। এত অসাধারণ পারফরম্যান্সের পর যদি এবারও তাকে একাদশে না রাখা হয়, তবে ক্রিকেটপ্রেমী ও বিশেষজ্ঞরা অবশ্যই প্রশ্ন তুলবেন—” জাতীয় দলের ক্যাপ পাওয়ার জন্য একজন খেলোয়াড়কে আর কী করতে হবে?”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ৪৪০০০ কিমি ঘুরেও দলে হয়নি জায়গা! এমন ভাগ্য যেন কোনও ভারতীয় ক্রিকেটারের না হয়! এখনও সুযোগের অপেক্ষা!
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement