IND vs ENG: ভয়ে থরথর কাঁপছে ইংরেজরা! ১৯০ রানের বিধ্বংসী ইনিংস ভারতীয় ব্যাটারের, চার-ছয়ের ফুলঝুরি

Last Updated:

IND vs ENG: সামনেই শুরু হবে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। সিনিয়র দলের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও যাবে ইংল্যান্ডে। তার আগে তাণ্ডব চালালেন ভারতীয় ব্যাটার।

News18
News18
সামনেই শুরু হবে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। ২০ জুন থেকে শুরু হবে সিনিয়র দলের প্রথম টেস্ট। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় এ দল। শুধু ভারতের বড়রাই নয়, ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও। আর ভারতের ছোটদের সফরের আগে এক তরুণ তারকা খেললেন বিধ্বংসী ইনিংস। যা সাড়া ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
আইপিএল ২০২৫-এ ঝড়ো ব্যাটিংয়ে সাড়া জাগানো ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী সম্প্রতি একটি অনুশীলন ম্যাচে ৯০ বলে ১৯০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। ইংল্যান্ড সফরের আগে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) খেলা এই ম্যাচে তিনি ২০০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে আবারও প্রমাণ করেছেন কেন তিনি ক্রিকেট দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় তরুণ তারকা।
advertisement
বিহারের এই বিস্ময় বালক রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে নজর কেড়েছেন। আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তিনি — এটি আইপিএলে সবচেয়ে কম বয়সে শতরানের রেকর্ড। এই ইনিংসের পর থেকেই বৈভবকে ঘিরে শুরু হয় বিশ্বজুড়ে আলোচনা।
advertisement
এই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ, বৈভব সূর্যবংশীকে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত করা হয়েছে। ২৪ জুন থেকে ২৩ জুলাই ২০২৫ পর্যন্ত এই দল ইংল্যান্ড সফরে পাঁচটি যুব ওয়ানডে, দুটি চার দিনের ম্যাচ এবং একটি ৫০ ওভারের অনুশীলন ম্যাচ খেলবে। সেখানে বৈভব ইনিংস শুরু করবেন দলের অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে।
advertisement
advertisement
মাত্র ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক করে নজির গড়েছিলেন বৈভব। আর এখন, তার দৃষ্টিনন্দন শট ও আত্মবিশ্বাসী ব্যাটিং ইংল্যান্ড সফরের আগে তাকে আরও আলোচনায় নিয়ে এসেছে। এনসিএ-তে খেলা সাম্প্রতিক অনুশীলন ম্যাচেও তিনি তার আগ্রাসী ব্যাটিং স্টাইল বজায় রেখেছেন। লং-অন, মিডউইকেট ও পয়েন্টের ওপর দিয়ে মারা একের পর এক ছক্কা তার ইনিংসের ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে তুলেছে। বৈভব সূর্যবংশীর মত প্লেয়ার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ভয়ে থরথর কাঁপছে ইংরেজরা! ১৯০ রানের বিধ্বংসী ইনিংস ভারতীয় ব্যাটারের, চার-ছয়ের ফুলঝুরি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement