IND vs ENG: এক ওভারও বোলিং-ফিল্ডিং করেননি, কাঁধে চোট নিয়ে কি ব্যাট করতে পারবেন ওকস? কী রয়েছে আইসিসির নিয়ম!

Last Updated:

IND vs ENG 5th Test: চতুর্থ দিনের টানটান লড়াইয়ের পর ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের ৩৫ রান প্রয়োজন। অপরদিকে, ভারতের দরকার ৪ উইকেট (যদি ক্রিস ওকস ব্যাটে নামেন)।

(Photo-AP)
(Photo-AP)
ছোট হলেও ওভালে শেষ দিনে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। চতুর্থ দিনের টানটান লড়াইয়ের পর ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের ৩৫ রান প্রয়োজন। অপরদিকে, ভারতের দরকার ৪ উইকেট (যদি ক্রিস ওকস ব্যাটে নামেন)। তবে ক্রিস ওকস প্রথম ইনিংসে ব্যাট করেননি, দ্বিতীয় ইনিংসে এক ওভারও বোলিং-ফিল্ডিং করেননি, তাহলে কি শেষ ইনিংসে ওকস ব্যাট করতে পারবেন? কী রয়েছে আইসিসির নিয়ম।
নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি ফিল্ডিংয়ের সময় দীর্ঘ সময় মাঠে না থাকেন, তাহলে সেই প্লেয়ার যদি ওপেনার বা মিডিল অর্ডার ব্যাটার হয়, তাহলে যত সময় মাঠের বাইরে ছিলেন তত সময় ব্যাটিং করতে নামতে পারবেন না। এই নিয়ম ততক্ষণই প্রযোজ্য হবে যতক্ষণ না ব্যাটিং টিমের ৫ উইকেট না পড়ছে। কিন্তু ব্যাটিং দসের যদি ৫ উইকেট পড়ে যায় তাহলে যখন খুশি ওই প্লেয়ার ব্যাট করতে নামতে পারবেন। ফলে নিয়ম অনুযায়ী ক্রিস ওকসের ব্যাটে নামায় কোনও অসুবিধা নেই।
advertisement
বর্তমানে ক্রিজে রয়েছেম জেমি ওভারটন ও জেমি স্মিথ। ইংল্যান্ডের টেলেন্ডাররা রয়েছে মাঠে। ভারতীয় ভক্তরা আশা করছেন যে আমাদের বোলাররা ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে ফেলবে। ইংল্যান্ডের ক্রিস ওকস প্রথম দিনে কাঁধে চোট পেয়েছিলেন। এর পরে, তিনি ব্যাটিং বা বোলিং করেননি। তবে ম্যাচের পঞ্চম দিনে প্রয়োজনে তিনি ব্যাট হাতে মাঠে নামবেন। জানিয়েছেন জো রুট।
advertisement
advertisement
রুট জানান, প্রয়োজনে ওক্স ব্যথা নিয়েই ব্যাট করতে প্রস্তুত। তিনি বলেন, “ও সাদা পোশাকে মাঠে নেমেছে মানেই ও পুরোপুরি প্রস্তুত। ও নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।” ক্রিস ওকসের লড়াকু মানসিকতাকে স্যালুট জানিয়েছেন রুট। এই প্রসঙ্গে রুট চোট পাওয়া ঋষভ পন্থের সাহসিকতার প্রসঙ্গও টেনেছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: এক ওভারও বোলিং-ফিল্ডিং করেননি, কাঁধে চোট নিয়ে কি ব্যাট করতে পারবেন ওকস? কী রয়েছে আইসিসির নিয়ম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement